DMCA.com Protection Status
title=""

নৌবাহিনীতে নতুন দুটি ফ্রিগেটের সংযোজন হলো আজ

bns-bangabandhu-f-25-frigate-of-bangladesh-navy-c-802345a-antiship-fm-90-2প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর নিকট নতুন দুটো ফ্রিগেট হস্তান্তর করেন।এক অনারম্বর অনুষ্ঠানে তিনি চীন থেকে কেনা এদুটো যুদ্ধজাহাজ তাদের অধিনায়ক দের বুঝিয়ে দেয়ার মাধ্যমে কমিশনিং সম্পন্ন করেন।জাহাজ দুটির নাম রাখা হয়েছে, বিএনএস আবু বকর এবং বিএনএস আলী হায়দার।গাইডেড মিসাইল এবং অত্যাধুনিক রাডার সিস্টেম সম্বলিত জাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Share this post

error: Content is protected !!