বর্তমান সরকার ও সংসদ ভারতের স্বার্থে এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। তিনি বলেছেন, ‘তাই তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারি চলচ্চিত্র গুন্ডে নিষিদ্ধের এখনো কোনো প্রতিবাদ জানায়নি।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতকারি ভারতীয় চলচ্চিত্র গুন্ডের জন্য ভারতকে শর্তহীন ক্ষমা চাইতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে ভারতকে এর জবাব দেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা দেশের স্বার্থে প্রয়োজনে রক্ত দেব। তবুও আমাদের স্বাধীনতাকে দিল্লির কাছে বিক্রি করতে দেব না।’
জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুব জাগপা মহানগর সভাপতি সাইফুল আলম, সহ-সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ প্রমূখ।
অপরদিকে একই দাবিতে মানববন্ধন করেছে হুমায়ূন আহমদ চলচ্চিত্র সংসদ। মানববন্ধনে উপস্থিত ছিলেন- হুমায়ূন চলচ্চিত্র সংসদের সভাপতি ড. মাহবুব মোমতাজ, সাংগঠনিক সম্পাদক মামুন প্রমূখ। মানববন্ধন থেকে গুন্ডে চলচ্চিত্র অনতিবিলম্বে নিষিদ্ধের দাবি জানানো হয়।