অতিরিক্ত মানসিক চাপ, পানিশূন্যতা, ঠিকমতো ঘুম না হওয়া ও পর্যাপ্ত পানি পান না করার কারণে চোখের নিচে কালি পড়ে। চোখের নিচে কালি দূর করতে অনেকেই বাজারের চটকদার বিজ্ঞাপন দেখে প্রসাধনী ব্যবহার করেন। প্রসাধনী ব্যবহার করার কারণে চোখের নিচের কালি দূর হয় না বরং ত্বকের ক্ষতি হয়। কিছু টিপস মেনে চললে দূর হবে চোখের নিচের কালচে ভাব।
চোখের নিচের কালো দাগ দূর করতে ঘুমের কোনো বিকল্প নেই। সময়মতো পর্যাপ্ত ঘুম হলে চোখের নিচে কালো দাগ পড়বে না।
ফ্রিজে রাখা ঠাণ্ডা টি ব্যাগ চোখের পাতার ওপর ১০ থেকে ১৫ মিনিট দিয়ে রাখলে চোখ আরাম পাবে একই সঙ্গে চোখের চারপাশের কালো দাগ দূর হবে।
আনারসের রসের সঙ্গে হলুদের রস মিশিয়ে চোখের চারপাশে দিলে তাৎক্ষণিক ফল পাওয়া যায় সেইসঙ্গে চোখের ক্লান্তির ছাপ দূর হয়।
সারাদিন কাজের ফাঁকে ফাঁকে চোখে ও মুখে পানির ঝাপটা দিন।
পর্যাপ্ত পানি ও ফলমূল ও সবজি খাবেন।