গত কয়েকবছর ধরে সাইবার জগতে আলোচনার শীর্ষস্থানটি একরকম দখল করে রেখেছে হ্যাকাররা। নানা সময়ে বিভিন্ন মাত্রার সাইবার আক্রমণের মাধ্যমেই তারা হাতিয়ে নিয়েছে বিভিন্ন সংবেদনশীল তথ্য। বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট এবং ইমেইল ঠিকানার হ্যাকিংয়ের ঘটনা তাই গত কয়েকবছরে সাইবার বিশ্বে নিয়মিত হয়ে পড়েছে। ইয়াহু, জিইমেইলের মতো বহুলব্যবহূত সব ইমেইল সেবাও এই সময়ে হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে সম্প্রতি উন্মোচিত হয়েছে এখন পর্যন্ত সাইবার বিশ্বে ঘটে যাওয়া সবচেয়ে বড় হ্যাকিংয়ে ঘটনা। সাইবার সিকিউরিটি ফার্ম হোল্ড সিকিউরিটি সম্প্রতি জানিয়েছে, একটি অনলাইন ব্ল্যাক মার্কেটে কোটি কোটি ইমেইল ঠিকানা ও তাদের পাসওয়ার্ড এবং সমপরািমণ অনলাইন অ্যাকাউন্টের নানা তথ্য বিক্রির জন্য আপলোড করা হয়েছে। এর মধ্যে একজন মাত্র হ্যাকার ১০৫ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক করেছেন, যা এখন পর্যন্ত এককভাবে সবচাইতে বড় হ্যাকিংয়ের ঘটনা। অনলাইন ব্ল্যাক মার্কেটে বিক্রির জন্য আপলোড করা মোট তথ্যের মধ্যে রয়েছে ৩৬০ মিলিয়ন বা ৩৬ কোটি অ্যাকাউন্টের তথ্য এবং ১.২৫ বিলিয়ন বা ১২৫ কোটি ইমেইল ঠিকানার তথ্য। এই হ্যাকিংয়ের তথ্য জানিয়েছে হোল্ড সিকিউরিটি জানিয়েছে, 'যে সংবেদনশীল তথ্যগুলো চুরি হয়েছে, সেগুলো সরাসরি আপনার কোম্পানি থেকে নেওয়া হতে পারে, আবার যেসব বিশ্বস্ত প্রতিষ্ঠানের উপর আপনি নির্ভর করে থাকেন সেগুলো থেকেও চুরি যেতে পারে। গত বছরেই আমরা অ্যাডোবি সিস্টেম থেকে ১৫৩ মিলিয়ন অ্যাকাউন্টের তথ্য চুরির কথা জানিয়েছিলাম। তার কিছুদিন পরেই কিউপিড মিডিয়ার ৪২ মিলিয়ন তথ্য চুরি যায়। গত কয়েক সপ্তাহে এমন আরও কিছু হ্যাকিংয়ের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। আর এর মধ্যেই ছিল একক কোনো হ্যাকারের হ্যাক করা ১০৫ মিলিয়ন অ্যাকাউন্টের ঘটনা।' এর আগেও বড় বড় অনেক হ্যাকিংয়ের ঘটনা ঘটেলও এবারের ঘটনাটি সকলকেই ছাড়িয়ে গেছে। হোল্ড সিকিউরিটির অ্যালিক্স হোল্ডেন একে 'অভাবিত' হিসেবে অভিহিত করেছেন। ইয়াহু, জিমেইল এবং মাইক্রোসফটের মতো শীর্ষ সব ইমেইল সেবার তথ্য রয়েছে এসব হ্যাকিং করা তথ্যের মধ্যে। এমন বড় পরিমাণের হ্যাকিংয়ের ঘটনাকে সার্বিকভাবেই প্রযুক্তি বিশ্বের জন্য আশংকাজনক বলে মনে করছের প্রযুক্তি বিশ্লেষকরা।