বিনিয়োগবিহীন রিজার্ভ অর্থনীতির জন্যে মারাত্মক ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক এম মনিরুজ্জামান।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম আয়োজিত ‘রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ: অর্থনীতিতে প্রভাব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
সংগঠনের প্রেসিডেন্ট মির্জা ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক এম মনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশের বর্তমান রিজার্ভ একই সঙ্গে আশা এবং নিরাশার কারণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্ফীত হওয়ার পাশাপাশি বিনিয়োগ অধিক মাত্রায় হলে তা অর্থনীতির জন্যে শুভকর। কিন্তু বিনিয়োগবিহীন রিজার্ভ অর্থনীতির জন্যে মারাত্মক ক্ষতিকর।’
সভায় অপর আলোচক সাদেক খান বলেন, ‘রেকর্ড পরিমাণ রিজার্ভ নিয়ে আকাশকুসুম চিন্তা করা মানুষকে বোকা বানানোর শামিল। বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ, এর সাথে উন্নত দেশের তুলনা করা ঠিক নয়।’
বাংলাদেশে অর্থনৈতিক স্থবিরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর কারণ বিনিয়োগ হচ্ছে না।’
মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমিন বলেন, ‘অর্থনীতির সঙ্গে রাজনীতি গভীরভাবে জড়িত। রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে অর্থনীতির গতিধারা সচল থাকতে পারে না। বিদেশী বিনিয়োগের পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা।’
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রফেসর ড. এমতাজ হোসেন, অর্থনীতি গবেষক ওয়াইছ কুরুনি, ব্যবসায়ী বশির আহম্মেদ, বিশিষ্ট কমিউনিটি লিডার রানা দাশ গুপ্ত, তরুণ উদ্যোক্তা নূরন্নবী খান, সংগঠনের প্রেসিডেন্টের মির্জা ওয়ালিদ পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর এসএম সোহরাওয়ার্দী।