বাংলাদেশের প্রথম নারী উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে নৃবিজ্ঞানের এ অধ্যাপককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিয়োগ দেয়া হয়। সিনেটের মনোনীত উপাচার্য প্যানেল থেকে তাকেই ওই পদে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, অধ্যাপক ফারজানা চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। একই আদেশে অধ্যাপক এমএ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপ-উপাচার্জ (প্রশাসন) অধ্যাপক ড. আফসার আহমেদ বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে তাদের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশটি পৌঁছেছে।