DMCA.com Protection Status
title="৭

দেশে আসছেন মাইম আইকন মশহুরুল হুদা

13556_e6ইন্টারন্যাশনাল মাইম আর্টিস্ট, নিও মাইমের ডেভলপার কাজী মশহুরুল হুদা আমেরিকা থেকে দেশে আসছেন আজ। দেশে এসে তিনি মাইম ওয়ার্কশপসহ একটি মূকাভিনয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন। পাঁচ দিনব্যাপী ইন্টারন্যাশনাল মাইম ওয়ার্কশপ ২০১৪-এর আয়োজন করেছে বাংলাদেশ হুদা মাইম ক্লাব। বাংলাদেশ হুদা মাইম ক্লাবের পাবলিক রিলেশন অফিসার সোহাগ আশরাফ জানান, এ ওয়ার্কশপটি আয়োজন করেছে বাংলাদেশ হুদা মাইম ক্লাব। পাঁচ দিনব্যাপী এ ওয়ার্কশপ হবে ১৩, ১৪, ১৬, ১৭ ও ১৮ই মার্চ। উল্লেখ্য, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মূকাভিনয় জগতের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন পাওনিয়র কাজী মশহুরুল হুদা। তিনি একজন আন্তর্জাতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মাইম এম্বাসেডর অব বাংলাদেশ নামে সুপরিচিত। প্রায় দীর্ঘ ৩৫ বছর ধরে কাজী মশহুরুল হুদা মূকাভিনয় চর্চার মাধ্যমে শুধু পারফরমার হিসেবে নয়, গবেষক হিসেবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূকাভিনয়ে উদ্ভাবন ও উন্নয়ন করেছেন। মাইম আইকন শুধু মূকাভিনয় জগতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ইয়োগা টেকনিক ডেভলপার, হলিউডে হুদাইয়োগা নামে নিজস্ব ইয়োগা স্টাইল প্রতিষ্ঠা করেছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!