ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। রোববার ফাইনাল রাউন্ডসহ টুর্নামেন্টে মোট পারের চেয়ে ১৪ শট কম খেলে শীর্ষস্থান দখল করেন তিনি। ক্যারিয়ারে দ্বিতীয়বার শিরোপা জয় করলেন তিনি। প্রায় ১২ লাখ ডলারের এই টুর্নামেন্টে ফাইনাল রাউন্ডেও তেমন হোঁচট খেতে হয়নি তাকে।
সিদ্দিকুরের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের অনির্বান লাহিরি ও দুইবার এশিয়ান ট্যুরের শিরোপা জেতা ভারতীয় এসএসপি চৌরাশিয়া।
এর আগে তৃতীয় রাউন্ডে পারের চেয়ে পাঁচটি শট কম খেলে শীর্ষে ছিলেন দেশের তারকা এই গলফার। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলেছেন সিদ্দিকুর।
শিরোপা জিতে সিদ্দিকুর রহমান বলেন, ‘এখানে শিরোপা জিততে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। ব্রুনাইয়ে জেতার পর মাঝে আমাকে বহু কষ্ট করতে হয়েছে। তবে এ টুর্নামেন্টে বেশ ভালো খেলেছি। আজ (রোববার ) শুরুটা ভালো হয়নি। বেশ কিছু খারাপ শট খেলেছি তবে দিন শেষে শিরোপা জিততে পেরে আমি দারুণ আনন্দিত হয়েছি।’