বক্সিং রিংয়ে আতঙ্কের নাম ছিলেন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। আর সেই মোহাম্মদ আলীর চোয়াল ভেঙে ১৯৭৩ সালে শিরোপা জিতেছিলেন যিনি সেই কেন নরটন আর নেই। বুধবার আরিজোনার হাসপাতালে মারা গেছেন এই মুষ্টিযোদ্ধা।
নরটনের ম্যানেজার ও বন্ধু প্যাট্রিক জানান, অনেক দিন ধরেই হৃদপিণ্ড সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন নরটন। স্থানীয় সময় বুধবার বিকেলেই মারা গেছেন তিনি।
১৯৬৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নরটন। আর ১৯৭৩ সালে প্রথম সাক্ষাতে আলীর চোয়াল ভেঙে ১২ রাউন্ডের খেলায় জেতেন নরটন।আর জেতেন নর্থ আমেরিকান বক্সিং ফেডারেশনের হেভিওয়েট শিরোপা। তবে এর ছয় মাস পরই এর প্রতিশোধ তুলে শিরোপা পুনরুদ্ধার করেন মোহাম্মদ আলী। ১৯৭৬ সালে তৃতীয় সাক্ষাতেও শিরোপা অক্ষুণ্ন রাখেন মোহাম্মদ আলী।
১৯৮১ সালে বক্সিংকে বিদায় দিয়ে অভিনয়কে বেছে নেন নরটন। অভিনয় জীবনে ডজন খানেক টিভি সিরিয়াল ও ছবিতে অভিনয় করেছেন তিনি। এরমধ্য উল্লেখযোগ্য হলো ১৯৭৫ সালের ছবি ‘মান্দিঙ্গো’।