DMCA.com Protection Status
title=""

রক্ত পরীক্ষা করে জানা যাবে মৃত্যুর দিনক্ষণ

BLOODপ্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত মৃত্যু রহস্য উদঘাটনের জন্য মানুষের আগ্রহের কমতি নেই। তবে সম্প্রতি একদল গবেষক মানুষের আগাম মৃত্যুর দিনক্ষণ বলে দিতে পারেন এমন একটি পদ্ধতি বের করেছেন। আর এর জন্য প্রয়োজন শুধুমাত্র একটি রক্ত পরীক্ষা। গবেষকরা দাবি করছেন, রক্ত পরীক্ষার মাধ্যমে মানুষ জানতে পারবে তার মৃত্যুর দিনক্ষণ। পরবর্তী পাঁচ বছরে কোনো রোগে মৃত্যু ঝুঁকি আছে কিনা জানা যাবে এই পরীক্ষার মাধ্যমে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রক্তের নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজনেন্স বা এনএমআর স্পেকট্রোসকপি পরীক্ষায় দুই শতাধিক বায়োমার্কার বা জীবের অস্তিত্ব নির্ধারক মাধ্যমে এ তথ্য জানা যাবে। এনডিটিভি। ফিনল্যান্ডের ওলু ইউনিভার্সিটির অধ্যাপক মিকা আলা-করপেলা বলেন, বায়োমার্কারের ভিত্তিতে যদি কেউ রিস্ক গ্রুপে পড়েন তাহলে পরবর্তী পাঁচ বছরের মধ্যে আর দশ জনের তুলনায় তার মৃত্যু ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। গবেষণাটি মেডিকেল ভিত্তিক সাপ্তাহিক জার্নাল পিএলওএস জার্নালে প্রকাশিত হয়। ১৭ হাজার ফিনিশ এবং এস্তোনিয়ান অধিবাসীর রক্তের নমুনা সংগ্রহ করে এই গবেষণাটি চালানো হয়। রক্তের ওপর ভিন্ন ভিন্ন শতাধিক জৈব আনবিক বা বায়োমলিকিলস পরীক্ষা চালানো হয়। বেশ কয়েক বছর ধরে এই গবেষণাটি পরিচালিত হয়। গবেষণায় বলা হয়, কারো মৃত্যুর সম্ভাবনা রক্তের চারটি বায়োমার্কারের সঙ্গে সম্পর্কযুক্ত। ওয়েবসাইট।

Share this post

error: Content is protected !!