DMCA.com Protection Status
title=""

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন ৭ এপ্রিল

image_80152_0.450jpgঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৮তম সমাবর্তন আগামী ৭ এপ্রিল  সোমবার বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে ঢাবির গণসংযোগ কর্মকর্তা আশরাফ খান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, ‘একাডেমিক পরিষদের সুপারিশ অনুযায়ী গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বছর সমাবর্তন বক্তা থাকবেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক রোল্ফ হুয়ের।

সমাবর্তন অনুষ্ঠানে অধ্যাপক রোল্ফ হুয়েরকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয়া হবে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর  মো: আবদুল হামিদ।
 

Share this post

error: Content is protected !!