তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ দেশের গণতন্ত্র ও রাজনীতির জন্য বিপজ্জনক। অথচ খালেদা জিয়া আন্দোলনের নামে জঙ্গিবাদ ও নাশকতাকে উস্কে দিচ্ছেন।'খালেদা জঙ্গিবাদ নাশকতা উস্কে দিচ্ছেন' তথ্য অধিদফতরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি- ফোকাস বাংলা তথ্যমন্ত্রী আরো বলেন, "তিনি (খালেদা জিয়া) স্বভাবসুলভ ভাষায় নির্বাচিত সরকারকে 'অবৈধ' বলে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত্রি সৃষ্টি করছেন।" মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব অভিযোগ করেন। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১ মার্চ রাজবাড়ীতে দলের এক জনসভায় খালেদা জিয়া বলেছেন, ২৫ অক্টোবর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে ৩০৪ জন মানুষ হত্যা করা হয়েছে। গুম হয়েছে ৬৫ জনের অধিক। যৌথবাহিনীর অভিযানের নামে বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩২ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে নামের তালিকা দিতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে এক মাসের সময় বেধে দিয়ে তার উদ্দেশ্যে ইনু বলেন, "এই সময়ের মধ্যে হত্যা, গুম এবং মামলার শিকার বিএনপির নেতা-কর্মীদের নামের তালিকা দিতে হবে। কোন পর্যায়ের নেতা, তাদের পদ, পদবী, এবং পিতা-মাতার নামসহ না দিতে পারলে ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার করবেন না মর্মে জনগণের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইবেন।" বিএনপি চেয়ারপারসন উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছেন-উল্লেখ করে তিনি বলেন, "গণতন্ত্রের রাজনীতির চেয়ে তিনি জঙ্গিবাদকে বেশি সমর্থন দিচ্ছেন। জনগণের কাছে মিথ্যাচার করছেন।" গত বছর ৫ মে মতিঝিলের হেফাজতের সমাবেশ থেকে তাদের কর্মীদের হটাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়েও খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেন মন্ত্রী। উপজেলা পরিষদের নির্বাচনের পরই সরকার পতন আন্দোলনের খালেদা জিয়ার ঘোষণা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, "আন্দোলনের নামে নাশকতা-সহিংসতা সৃষ্টি করে নির্বাচিত বৈধ সরকারকে পতনের নতুন চক্রান্ত করছেন।" ইনু বলেন, "প্রত্যক্ষ জঙ্গিবাদকে উস্কানি দিয়ে বরং তাদের বাঁচানোর চেষ্টা করছেন। বৈধ সরকারকে অবৈধ বলছেন। অর্থাৎ তিনি এখনো তার সহিংস রাজনীতির অবস্থান পরিবর্তন করেননি। তাই গণতন্ত্র ও দেশের জন্য তিনি হুমকি।"