রাঙামাটির দুর্গম উপজেলা বাঘাইছড়ির সাজেক থানার আওতাধীন বাঘাইহাট পুলিশ ফাঁড়িতে সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গুলিতে প্রাণ হারিয়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল মুক্তাদির তার সহকর্মী আনোয়ারকে পর পর চার রাউন্ড গুলি করে। কনস্টেবল মুক্তাদিরকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ আনোয়ার মাটিতে লুটিয়ে পড়লে অন্য সহকর্মীরা তাকে প্রথমে দীঘিনালা হাসপাতালে ও পরে কর্তব্যরত চিকিত্সকের পরামর্শ মতো খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম সিএমএইচে নেয়ার পথে দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, সকালে গরম পানি করে দেয়াকে কেন্দ্র করে দুই কনস্টেবলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মুক্তাদির তার সহকর্মীকে পর পর চারটি গুলি করেন। এসব গুলি আনোয়ারের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম জানিয়েছেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় দোষী কনস্টেবলকে আটক করা হয়েছে জানালেও কী কারণে ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে মুখ খুলতে চাননি তিনি।