মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের সমর্থন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মিজান(ভিপি মিজান)। গতকাল এক বিবৃতিতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী বলেছেন , গত ৫ই মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে ভিপি মিজানকে ১৯ দলীয় জোটের সমর্থন দেন। এ সময় চেয়ারপারসনের গুলশান অফিসে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব ও মৌলভীবাজার জেলার টিম লিডার মো. শাহজাহান ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ভিপি মিজানকে সমর্থন দেয়ায় বিএনপি’র কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ও মৌলভীবাজার বিএনপি’র সম্পাদক বেগম খালেদা রব্বানী দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন ২৩শে মার্চ। গতকাল ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র ২ জন প্রার্থী মাঠে আছেন। জেলা সভাপতি নাসের রহমান ১৯ দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিএনপিতে সদ্য যোগ দেয়া আবদুল মছব্বিরকে। অপরদিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খালেদা রব্বানী অনুরূপভাবে মিজানুর রহমান (ভিপি মিজান)-কে ১৯ দলের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এই নিয়ে শুরু থেকেই বিভ্রান্তি ছিল। মৌলভীবাজার বিএনপি দু’ধারায় বিভক্ত। এক ধারার নেতা জেলা সভাপতি নাসের রহমান। অপর ধারার নেতা সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী। অন্যদিকে গত ১৯শে ফেব্র“য়ারি কুলাউড়া উপজেলা নির্বাচনে বিএনপি’র দু’ধারার দুই প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে। দু’জনই পরাজিত হন। সমর্থকদের বিশ্বাস ১৯ দল একক প্রার্থী দিলে সহজেই জয় নিয়ে ঘরে ফেরা যেত। কিন্তু কোন্দলেই ১৯ দলের প্রার্থীর পরাজয় ঘটে।এবার দলের স্বার্থে বিএনপির সকল নেতাকর্মী আন্তরিক ভাবে বেগম জিয়ার মনোনিত প্রার্থীর জন্য কাজ করলে জয় সুনিশ্চিত বলে এলাকা বাসী মনে করেন।অত্যন্ত অমায়িক ও সজ্জন ব্যাক্তি ভিপি মিজান সকল এলাকাবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।