DMCA.com Protection Status
title="৭

ইউক্রেন উপকূলে কৃষ্ণসাগরের দিকে ধেয়ে আসছে ইউএসএস ট্রুক্সটুন

image_80678_0মার্কিন নৌবাহিনী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ বা ডেস্ট্রয়ার বৃহস্পতিবার কৃষ্ণসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে ইউএসএস ট্রুক্সটুনকে  কৃষ্ণসাগরে মোতায়েন করা হচ্ছে।
 
তবে মার্কিন সামরিক সূত্র বলছে, ইউক্রেন সংকট শুরুর বহু আগে থেকেই এই তারিখ চূড়ান্ত করা হয়েছিল এবং  রুটিন কাজের অংশ হিসেবে এটিকে কৃষ্ণসাগরে মোতায়েন করা হচ্ছে।
 
বাল্টিক অঞ্চলের ন্যাটো মিশনে আরো বেশি মার্কিন জঙ্গি বিমান পাঠানোর পেন্টাগন পরিকল্পনা প্রকাশ হওয়ার মাত্র একদিন পর ট্রুক্সটুন যাত্রা শুরু করল।
 
মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে  বার্তা সংস্থা রয়টার জানায়,  বৃহস্পতিবার গ্রিসের সুডা উপসাগর থেকে ডেস্ট্রয়ার ইউএসএস ট্রুক্সটুন কৃষ্ণ সাগরের দিকে যাত্রা শুরু করেছে এবং সেখানে বুলগেরিয়া ও রুমানিয়ার সঙ্গে যৌথ প্রশিক্ষণ মিশনে অংশ নেবে।
 
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, কৃষ্ণ সাগরে অবস্থানের সময় ইউএসএস ট্রুক্সটুন রুটিন মোতাবেক অন্য কাজের সঙ্গে বন্দর পরিদর্শন করবে এবং এ অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে পূর্ব নির্ধারিত মহড়ায় অংশ নেবে।
 
প্রসঙ্গত, ক্রিমিয়ার রাজধানী সেভাস্তপোলেই রাশিয়ার কৃষ্ণসাগরীয় সামরিক ঘাঁটিটি অবস্থিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়নুকোভিচের পতনের পর ওই ঘাঁটি থেকে বেরিয়ে এসে রুশ সেনারা ক্রিমিয়া দখল করে নেয়। এ দখলকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মস্কোর টানাপোড়েন শুরু হয়েছে।
 

Share this post

scroll to top
error: Content is protected !!