DMCA.com Protection Status
title="৭

এখন দেখছি পুরুষরাই বেশি হিংসুটেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

image_80794_0রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রভাব ও দক্ষতায় অনেকেই ঈর্ষান্বিত হয়ে ‘দুই নারী দুই নারী করে মাথা খারাপ করে দিচ্ছেন’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আগে শুনতাম মেয়েরাই বেশি হিংসা করে কিন্তু এখন দেখছি পুরুষরাই বেশি হিংসুটে।’ তিনি আরো বলেন, ‘আমরা পারি বলেই আজ এই অবস্থায় আসতে পেরেছি।’

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নারীকে বেশি মূল্যায়ন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকেই বেশি নারীকে মনোনয়ন দেয়া হয়। যা অন্য কোনো দল থেকে দেয়া হয় না।’

বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি থাকলেও ভবিষ্যতে তা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।

সবক্ষেত্রে নারীর পদচারণা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিয়োগ দিয়েছি নারীকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে এবার ভিসি হিসেবে নিয়োগ দিয়েছি।’

ভিসি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগরে ভিসি নিয়োগ দিলেই আন্দোলন হয়। আশাকরি এবার যে ভিসিকে নিয়োগ দেয়া হয়েছে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করবেন।

এসময় তিনি দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে এক হয়ে কাজ করতে আহ্বান জানান।

Share this post

scroll to top
error: Content is protected !!