DMCA.com Protection Status
title=""

দ্বিতীয় শ্রেণী পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

image_81037_0সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।



রোববার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে।



এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকের পদমর্যাদা ছিল তৃতীয় শ্রেণী। এবার তাদের দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা দিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতনস্কেল করা হয়েছে ৬৪০০ থেকে ১৪২৫৫ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের ৫৯০০ থেকে ১৩১২৫ টাকা।



এছাড়া সহকারী শিক্ষকদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতনস্কেল করা হয়েছে ৫২০০ থেকে ১১২৩৫ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের ৪৯০০ থেকে ১০৪৫০ টাকা।



৯ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।



এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির ঘোষণা দেন রোববার সকালে।



রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষণার পর এই আদেশ জারি করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!