DMCA.com Protection Status
title=""

গোপালী এখন ট্রেনে নেই

image_80988_0

গোপালী এখন আর ট্রেনে নেই, তাই তাকে ক্রেন দিয়ে টেনে তুলতে হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘আমরা কারো কাছে ধরনা দিচ্ছি না, বিদেশিদের কাছে সরকারই ধরনা দিয়ে যাচ্ছে তাদের বৈধতা পাওয়ার জন্য।’

রোববার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা বার আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা এ মন্তব্য করেন। 

খালেদা জিয়া বলেন, ‘বিদ্যুতের দাম বাড়লে সব কিছু জিনিসের দাম বাড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবে এ দেশের প্রতিটা মানুষ।’ বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘নারী দিবসে সরকার বিরোধী দলকে মিছিল করতে দেয়নি। কিন্তু তাদের প্রয়োজনের সময় তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন কর্মসূচি পালন করে। এরই নাম কি গণতন্ত্র?’

খালেদা জিয়া বলেন, ‘বর্ডারে হত্যাকণ্ড চলছে অথচ তা নিয়ে সরকারের কোনো মাথা ব্যাথা নেই। এ নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়াও নেই। অথচ তারা নাকি গণতন্ত্রের কথা বলেন।’

তিনি আরো বলেন, ‘সরকার নারীনীতির নামে প্রচারণা চালাচ্ছে অথচ গতকাল বিশ্ব নারী দিবসে নারীরা পথে নেমেছিল কিন্তু বিএনপিকে সরকারের এত ভয় যে তারা ওই নারীদেরকে কোনো মিছিল করতে দেয়নি।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই সরকার প্রতিনিয়ত মানুষ গুম করছে, হত্যা করছে তার বিচার এই মাটিতে হবে।’

খালেদা বলেন, ‘আপনারা দেখেছেন ঢাকা বারের আইনজীবীদের বিজয়। এদের মধ্যে খুব অল্প সংখ্যক আওয়ামী আইনজীবী জয়ী হয়েছে। তবে আমি তাদেরকেও বলবো, আপনারা আওয়ামীপন্থি আইনজীবী হলেও নিজেদের দলের সব অবৈধ কার্যকলাপে সোচ্চার হোন।’
 
বেগম জিয়া বলেন, ‘এখন অনেকেই বলছে আবার মনেও করছে বিএনপি দুর্বল হয়ে গেছে। এটা মনে করার কোনো কারণ নেই। আমরা উপজেলা নির্বাচন শেষে আবারো আন্দোলনে হাজির হবো। এখানে উপস্থিত আইনজীবীরা দেশের শিক্ষিত সমাজ। এদের নিয়েই বিএনপি শক্তিশালী আছে এবং আরো শক্তিশালী হবে। আমরা আমাদের দলের নেতৃত্বে পরিবর্তন আনতে চাই। আমাদের দলে নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে।’

Share this post

scroll to top
error: Content is protected !!