আগামী সংসদ নির্বাচনও দলীয় সরকারের অধীনে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
জ্বালাও পোড়াও করে সরকারের পতন করা যাবে না উল্লেখ করে তোফায়েল বলেন, ‘চলমান নির্বাচনের মত আগামী জাতীয় নির্বাচনও শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার সরকার পতনের খায়েশ কখনো পূরণ হবে না।’
শনিবার নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল বলেন, ‘বিএনপি সংসদ নির্বাচনে না এসে যে ভুল করেছে তার মাশুল উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করে দিচ্ছে। বর্তমান সরকারের আমলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার কারণে বিএনপি উপজেলা নির্বাচনে এগিয়ে রয়েছে।’
আগামীতে আর কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না উল্লেখ করে তোফায়েল আরও বলেন, ‘আন্দোলন সংগ্রাম করে কোন লাভ হবে না। আগে কয়েক মাসের জন্য ক্ষমতায় ছিলাম এখন আওয়ামী লীগ ৫ বছরের জন্য ক্ষমতায় আছে। তাই হরতাল-অবরোধ দিয়ে বিএনপির লক্ষ্য কোনভাবেই পূরণ হবে না।’
খালেদা জিয়াকে উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজনীতিকে অর্থনীতির সাথে যুক্ত করবেন না। অর্থনীতি ধ্বংসের যে কোন চেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে।’ এসময় শিল্প খাতের সমস্যা সমাধানে শিল্পপতিদের নিয়ে ২৭ সদস্যের কমিটি গঠনেরও ঘোষণা দেন মন্ত্রী।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে মেলার উদ্বোধক ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এম আবদুল লতিফ ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।