আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলকে র্যালি করার অনুমতি দেয়নি পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় এ দিবস উপলক্ষে নয়া পল্টনে তাদের দলীয় কার্যালয় থেকে র্যালি বের করার কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় র্যালি করতে পারেনি তারা।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে সংগঠনটির সভাপতি নুরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে শতাধিক মহিলা দলের নেকতাকর্মী নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভীড় জমায়। এতে পুলিশ বাধার সৃষ্টি করলে মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। প্রায় আধাঘণ্টা দলীয় কার্যালয়ের সামনে পুলিশ তাদের ঘিরে রাখে। এসময় পুলিশি বেষ্টনীর মধ্যে থেকেই তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এখানে উল্লেখ্য যে কিছুদিন পূর্বে সরকার বিএনপির শহীদ সেনা দিবসের আলোচনা সভার অনুমতি না দেয়ায় সবপ্রস্তুতি থাকা সত্বেও সভাটি অনুষ্ঠিত হতে পারেনি।