নারী শক্তি, আদি শক্তি, এক এবং অদ্বিতীয়। সে কথা আরাও একবার প্রমাণিত হলো। আন্তর্জাতিক নারী দিবসের পরই জানা গেল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে রাজত্ব করছেন নারীরা। নতুন এক গবেষণাতেই উঠে এসছে এমন তথ্য। একটি ওয়েবসাইটের করা সমীক্ষায় দেখা যায়, বেশির ভাগ সোশ্যাল মিডিয়া সাইটেই নারীদের আধিপত্য। কেবল মাত্র লিঙ্কডেন সাইটেই পুরুষের আধিক্য চোখে পড়ে। গবেষণায় দেখা গেছে, যেখানে ২৪ শতাংশ পুরুষ একসঙ্গে এই সাইটে অনলাইন থাকেন, সেখানে নারীর সংখ্যা মাত্র ১৯ শতাংশ।অন্যান্য প্রায় প্রতিটি সামাজিক নেটওয়ার্কেই নারীরা এগিয়ে আছেন বেশ ভালো মার্জিনেই। গবেষণায় আরও দেখা গেছে, মহিলারা বেশির ভাগ ক্ষেত্রেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে বিপণন বা সংবাদকে গুরুত্ব দেন। এছাড়াও টাম্বলার, পিন্টারেস্ট এবং ইস্টাগ্রামের মতো সাইটেই নারীদের আধিপত্য বাড়ছে বলে জানা গেছে এই গবেষণা থেকে।