DMCA.com Protection Status
title=""

ঘরে ঘরে ঢুকতে চান সানি লিওন

image_80626_0পর্নোগ্রাফির পর ভারতের চলচ্চিত্রে স্থান পাওয়া সানি লিওন এবার উপমহাদেশের ঘরে ঘরে ঢোকার পাঁয়তারা করছেন। শুধু চলচ্চিত্র দিয়ে সবার ঘরে ঢোকা যায় না, এটা তিনি ভালো করেই জানেন। তাই এবার তিনি টিভি শোর দিকে নজর দিয়েছেন।

তিনি ঘোষণা দিয়েছেন, টিভি থেকে কোনো ‘ইন্টারেস্টিং অফার’ এলে তা ফিরিয়ে দেবেন না।

এরইমধ্যে তিনি কাজও শুরু করেছেন। ‘হান্টেড উইকএন্ডস উইথ সানি লিওন’ নামের একটি ভূতুড়ে অনুষ্ঠান তিনি উপস্থাপনা করছেন। কিছুদিনের মধ্যেই তা ভারতীয় এমটিভিতে দেখা যাবে।

সানির এ ঘোষণায় সমালোচকরা বলছেন, অশ্লীল চলচ্চিত্রের এ নারী ভারতসহ উপমহাদেশের ঘরে ঘরে প্রবেশের চেষ্টা করছে। আর এ কাজে তাকে সহায়তা করছে ভারতের তথাকথিত আধুনিক মানুষজন।

ভারতীয় চলচ্চিত্রে স্থান করে নিতে অশ্লীল চলচ্চিত্র ছাড়লেও হিন্দি সিনেমায় সে ধরণের চরিত্রের প্রতিই দুর্বলতা আছে সানির। পরিচালকরাও তাকে দিয়ে ওই ধরণের চরিত্রে অভিনয়ের মাধ্যমে টাকা বানানোর ধান্দায় আছেন। কিন্তু তার অভিনীত যে কয়টি হিন্দি সিনেমা ভারতে মুক্তি পেয়েছে তা দিয়ে তিনি তেমন সাড়া ফেরতে পারেননি। সবকিছু ছাপিয়ে তাকে পর্নো তারকা হিসেবেই দর্শকরা দেখছে এখন পর্যন্ত।

তাই নিরুপায় হয়ে সানি এখন টিভির দিকে ঝুঁকছেন। পর্নো তারকার পরিচয় নিয়েই ঢুকে যাচ্ছেন ভারতের কুলীন সমাজের মধ্যে, ঘরে ঘরে। পাশাপাশি ঢুকে যাচ্ছেন ভারতের প্রতিবেশী দেশগুলোর ঘরের মধ্যেও।

Share this post

scroll to top
error: Content is protected !!