DMCA.com Protection Status
title=""

মঙ্গলবারের রাশিফল

RASHIমেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): পরিকল্পনা ছাড়া এক পা হেঁটেছেন তো আজ হড়কে যাবেন। তাই ধৈর্য্য ধরে চারপাশ তাকিয়ে এরপর সিদ্ধান্ত নিন। সহকর্মীরা সবাই আপনার মতো নয়। যার যার দৃষ্টিভঙ্গির ভিন্নতা হেতু একেক জন একেক রকম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায়। তাই বলে আপনি অন্যদের মতো অসদুপায় অবলম্বন করবেন না। কারণ আপনার ধাতে তা সয় না। কর্মক্ষেত্রের বাইরের পরিধি বাড়ান, নিজের সৃষ্টিশীল সত্তার বিকাশে আজ কোথাও যেতে পারেন। যেমন সেটা হতে পারে থিয়েটার কিংবা কোনো প্রদর্শনী।
 
বৃষ (এপ্রিল ২০- মে ২০): দ্রুত রেগে যাওয়া আপনার স্বভাবের অংশ। তাই বলে আজ অন্তত রাগ করার আগে ভেবে নেবেন পাছে নিজেরই কোনো ক্ষতি হচ্ছে কি না। আপনার নক্ষত্র বলছে আজ সমস্যা সমাধানের চেয়ে সমস্যা থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করবেন বেশি। এতে সমস্যা কমবে না বরং বাড়বেই। তাই মনের মেঘাচ্ছন্নতা দূর করে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিন। চাকরি মানেই দায়িত্ব আর কর্তব্যের সম্মিলন। তাই চাকরি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে হাতের কাজগুলো সেরে ফেলুন। আর অফিস থেকে বের হওয়ার আগে ক্যাশ থেকে একটু ঘুরে আসুন। হয়তো আপনার নামে কোনো বিল জমা পড়ে আছে।  
 
মিথুন (মে ২১- জুন ২০): মনোযোগ আকর্ষণ সংক্রান্ত জটিলতায় পড়বেন আজ। সেই জটিলতা কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে কাছের বন্ধুরা। সেক্ষেত্রে বন্ধুদের সঙ্গে একটা ভালো সময় কাটানোর জন্য এখনই পরিকল্পনা করে ফেলুন। নক্ষত্র মতে, আপনার উচিৎ হবে আজ প্রিয়জনকে নিজের চারিত্রিক বিষয়াদি খুলে বলা। এতে সম্পর্ক আরো সহজ ও সাবলীল হবে। যতই লম্বা ফিরিস্তি দিন না কেন, মনে রাখবেন আপনিই পারেন সব সমস্যার সমাধান করতে। 
 
কর্কট (জুন ২১- জুলাই ২২): নিজের কল্পনার জগৎ থেকে বের হয়ে আসুন। বাস্তবিক অর্থেই আপনি যতটা কাজ করেন তার চেয়েও বেশি ভাবেন। কিন্তু ভাবনা আর কাজের সম্মিলন না হওয়ায় মনোবেদনায় ভোগেন। এবার অন্তত ভাবনাঘর থেকে বের হয়ে মাটিতে পা ঠেকান এবং চারপাশকে নতুন করে দেখতে শুরু করুন। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তবে দীর্ঘদিনের লোকসান পুনরুদ্ধারে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করুন। দিনের আলো শেষ হওয়ার আগেই আজ বাসায় ফেরার চেষ্টা করুন। তা না হলে সতর্কতার সহিত রাস্তায় চলাচল করবেন।  
 
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): আপনি সব সময়ই মানুষকে দেখাতে চান যে জীবন আসলে একটা বিশাল খেলা ছাড়া আর কিছু নয়। এছাড়াও অন্যকে আপনি বেশ সাহসও জুগিয়ে থাকেন। আপনার রাশি মতে, এটা আপনার সহজাত বৈশিষ্ট্য। কিন্তু নিজের ভেতরে যে চাপা ভয় দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছেন তার কোনো সমাধান আপনি করছেন না। ভয়কে জয় না করতে পারলে সঙ্গীকে নিয়ে সুখী হতে পারবেন না। আপনার সঙ্গী আপনার শত্রু নয়, তাকে বন্ধুজ্ঞান করুন এবং সর্বাত্মক সহযোগিতা করুন। কর্মক্ষেত্রে উন্নতি করার সম্ভাবনা রয়েছে, তবে এক্ষেত্রে যদি আমদানি-রপ্তানি নির্ভর কোনো বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকনে তবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। 
 
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): টেনশন আর হতাশা আজ জমজ ভাই হয়ে আপনার কাঁধে সওয়ার হয়েছে। যতই চেষ্টা করুন হাসি খুশি থাকার, আপনার সঙ্গী ঠিকই বুঝে ফেলবে যে আপনার কিছু একটা হয়েছে। তাই ঘটনা অনুযায়ী সিদ্ধান্ত নিন এবং আচরণ করুন। কর্মক্ষেত্রে বেতন সংক্রান্ত জটিলতার সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ধৈর্য্য ধরলেই ভালো ফল পাবেন। আর ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসা বাদ দিয়ে দূরে কোথাও ঘুরতে চলে যান। কারণ আপনার ব্যবসায়ে মন নেই, সৃষ্টিশীলতায় মন থাকলে সেখানেই কাজ করা ভালো। 
 
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): আজ আপনার অবস্থা হতে পারে মাফিয়া আক্রান্ত কোনো দেশের বিচারব্যবস্থার মতো। জানবেন অনেক কিছুই, কিন্তু সে অনুযায়ী কাজ করতে উদ্যত হতে পারবেন না। আজ সন্ধ্যায় দারুণ আকর্ষণীয় কোনো প্রেমজ ঘটনা আপনার জন্যে অপেক্ষা করছে। আর দিনের বেলায় কাটতে পারে গড়পড়তা প্রেমে ভেজা ভেজা, তাতে বিশেষ কোনো থ্রিল থাকবে না। আজ আপনার কর্মদক্ষতা থাকবে তুঙ্গে। কিন্তু বাধাও আসবে অন্যদিনের চেয়ে বেশি। জানেন তো, যত বড়ো জলাধার, তত বড়ো ঢেউ। অর্থযোগে সাম্যাবস্থা। অর্থাৎ আয়-ব্যয় সমান সমান। 
 
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): যে পরিকল্পনা করেছেন তা আজই সেরে নিতে পারেন, কারণ সময়ের সঙ্গে সুযোগ এবং আড়ালে- ভাগ্য, যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। আজ আপনার অবস্থা হতে পারে- শ্যাম রাখি না কুল রাখি- এই প্রবাদটার মতো। শ্যাম রাখলে ইতিহাস আপনাকে মনে রাখবে আর কুল রাখলে সমাজ আপনাকে মর্যাদা দেবে, এবার আপনারই বিবেচনা। আপনার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী সারাদিনের কাজের ছক করে নিন। এটাই আপনাকে অন্য কারও বেঁধে দেয়া পদ্ধতির চেয়ে এগিয়ে রাখবে। অর্থযোগে অর্ধচন্দ্র। মানে টাকা নেই।      
  
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): আজ পায়ে আরামদায়ক জুতো গলিয়ে নিন, কারণ যেতে হবে বহুদূর। আজ দূরের যাত্রা শুভ বটে তবে খাটিয়ে নেবে আপনাকে। আজ প্রেমের ক্ষেত্রে যারা ঝুঁকি নিতে পারবেন তারা জিতবেন অর্ধেক রাজত্ব আর রাজপুত্র অথবা রাজকন্যা যার যাকে চাই। আর যারা ঝুঁকি নিতে পারবেন না তারা জিতবেন পুরো রাজত্বই কিন্তু কোনো রাজকন্যা অথবা রাজপুত্র কপালে নেই। কর্মক্ষেত্রে কোনো কাজের নেতৃত্ব এসে পড়তে পারে হাতে। আর অতিরিক্ত আত্মবিশ্বাস হতে পারে ক্ষতির কারণ। অর্থযোগ শুভ- এ কথার মানে একটু ভিন্ন; অর্থাৎ আজ শুভ কাজে অর্থ ব্যয় হবে। 
 
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): আজ আপনার কল্পনার পঙ্খীরাজকে গ্রেপ্তার করে নিয়ে যাবে বাস্তবতার পুলিশ। এর মানে হতে পারে এমন- কল্পনা করাটাই আপনাকে ভালোভাবে শিখতে হবে আগে। সম্প্রতি দেখা হয়েছে পরিচয় হয়েছে এমন কারও প্রতি প্রেম অনুভব শুরু করা বিচিত্র কিছু নয়। পুরনো প্রেমিক প্রেমিকাদের বোঝাপড়া আরও দৃঢ় হবে আজ। আপনার প্রকল্পটি দারুণ এগোচ্ছে কর্মক্ষেত্রে। প্রতিদিন নিজকে ছাড়িয়ে যেতে থাকুন। অর্থ জমিয়ে রাখতে শুরু করুন, সামনে খরুচে দিন আসছে। ব্যাপারটা নেতিবাচক নয় বরং যথেষ্ট ইতিবাচক।  
 
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):  আজ মিথ্যে বলতে চাইলে ধরা পড়ে যাবেন। শুধু ধরাই পড়বেন না, হতে পারেন চরম লজ্জিত অপমানিত। আর আজ সত্য বলতে চাইলে নিজে বিপদে পড়বেন, তবে প্রিয়জনের আছে বেঁচে যাওয়ার সম্ভাবনা। সিনেমাটিক ক্রাইসিস! আজ মনের কথা খুলে বলতে না পারলে বুক ফেটে মরে যাওয়ার সম্ভাবনা আছে। তবে খুলে বলতে পারলেও সফল হওয়ার নিশানা দেখা যাচ্ছে না। আরও এক সিনেমাটিক ক্রাইসিস! কর্মক্ষেত্রে আজ পূর্বপরিচিতি কাজে আসবে। অর্থযোগ শুভ।  
 
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজ কায়িক শ্রমের প্রয়োজন হবে। আপনি যদি স্থূলকায় হয়ে থাকেন তো আপনার জন্যে খারাপ একটা দিন। আর কৃশকায়ারা আজ বুঝবেন শেষরাতের স্বপ্ন বিফলে যায় না। আপনার ভালোবাসার মানুষটিকে আরও ভালোবাসার সুযোগ করে দিতে পারে বিশেষ কোনো ঘটনা। যারা বিশ্বাসহীনতায় ভুগছেন- তারা সম্পর্ক শেষতক কোনদিকে গড়াবে তার একটা পূর্বলক্ষণ দেখতে পেতে পারেন। নিজের কাজ আজ ভুলেও অন্য কাউকে দিয়ে করাতে যাবেন না। আজ অর্থের ব্যাপারে মনে হতে পারে- স্বর্গ হতে আসে টাকা স্বর্গে চলে যায়!  
 

Share this post

scroll to top
error: Content is protected !!