খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে।
সোমবার বিকেলে ঢাকা মহানগর নাট্যমঞ্চে সূত্রাপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘আগামী ৫ বছর পর আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। ভালো লাগলে সে নির্বাচনে খালেদা জিয়া আসতেও পারে, নাও আসতে পারে। নির্বাচনে আসতে চাইলে সংগঠনকে গুছিয়ে দল শক্তিশালী করুন।’
এসময় নেতাকর্মীদের উদ্দেশে কামরুল বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে হবে। কারণ, শক্তিশালী সংগঠনই পারে দেশকে এগিয়ে নিতে। খালেদা জিয়া হুমকি দিচ্ছেন, তার হুমকিকে প্রতিরোধ করতে আমাদের সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে।’
খলেদা জিয়ার উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোল ছাড়া এ দেশে আর নাশকতা করতে দেয়া হবে না আপনাকে।’
সুত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী’র সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ।