যৌন হয়রানি রোধে নারী বন্দিদের পৃথক প্রিজন ভ্যানে পরিবহনের ব্যবস্থা নিশ্চিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এ আদেশের পাশাপাশি রুল দেয়। ৯ মার্চ প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দিরা শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়।
এটি যুক্ত করে সুপ্রিমকোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল গত রোববার রিট আবেদন করেন। আবেদনে দেশব্যাপী নারী বন্দিদের পরিবহনের সময় যৌন হয়রানি থেকে সুরক্ষার নির্দেশনা চাওয়া হয়। রিটের ওপর আজ শুনানি করেন রিটকারী নিজেই। তাকে সহায়তা করেন এসএম জাফর সাদিক তানভীর। রুলে দেশব্যাপী নারী বন্দিদের পরিবহনের সময় যৌন হয়রানি রোধে পৃথক ভ্যানের (যানবাহন) ব্যবস্থা নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার, চট্টগ্রামের কারাগারের জেলারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।