DMCA.com Protection Status
title=""

বুধবারের রাশিফল

RASHIমেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): আপনার চিন্তা ভাবনায় অনেক পরিকল্পনা ঘোরাফেরা করে কিন্তু ঠিক বুঝে উঠতে পারেন না কোনটা কার্যকর হবে! আজকে অন্তত এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না আপনাকে, সঠিক সিদ্ধান্তটিই বেছে নিতে সমর্থ হবেন। গ্রহ সাপেক্ষে আপনার অবস্থান আজ প্রণয়ের জন্য নয়, প্রিয় মানুষটির সঙ্গে মনমালিন্য হতে পারে। সম্পূর্ণ কাজ ভালোভাবে সম্পন্ন করা সত্ত্বেও আজ কর্মক্ষেত্রে যথাযথ মূল্যায়ন অনিশ্চিত। অর্থ বিষয়ক সমস্যা হতে মুক্তির সম্ভাবনা আছে।

বৃষ (এপ্রিল ২০- মে ২০): সুসংবাদ আজ কড়া নাড়বে দুয়ারে, তা হতে পারে নতুন চাকরি অথবা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা। সম্পর্ক পরিবর্তনে বিশ্বাস না থাকলেও, মনে হতে পারে পুরনো প্রেমের সম্পর্কটি হয়তো একটু ক্লিশে হয়ে গেছে। ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেনই যখন পাকাপোক্তভাবেই নিন, ভ্রমণ শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাবেন। অর্থের দিকে নজর রাখুন, ছুটে যেতে পারে কিন্তু…।

মিথুন (মে ২১- জুন ২০): আজকের দিনটিতে শরীরে বেশ শক্তি অনুভব করবেন, যা কর্মঠ হওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। দিনটি প্রেমের জন্য নয়, তবুও কাছাকাছিই থাকুন। আপনাকে বোকা বানিয়ে প্রয়োজনীয় কিছু বাগিয়ে নিতে পারে কেউ, সতর্ক হোন। মনের অস্থিরতা কিছুটা হলেও কমবে।

কর্কট (জুন ২১- জুলাই ২২): নিজেকে যতটা না বোকা ভাবছেন, আপনি কিন্তু অতটা বোকা নন। কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না, এটা গ্রহেরই কারণে। আপনাকে সুস্থির রাখবে গ্রহ। নতুন কর্মক্ষেত্র যোগ হওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণ শুভ, তবে পথে অনাকাঙ্ক্ষিত কারো সঙ্গে দেখা হয়ে যেতে পারে যাকে আপনি পছন্দ করেন না। তাই চোখ-কান খোলা রেখে ভ্রমণে বেরিয়ে যান। অর্থ আপনার দিকেই আজ ক্রমশ ধাবমান থাকবে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): 'মনে কী দ্বিধা রেখে গেলে চলে'- অন্য কেউ দ্বিধান্বিত হলেও আপনার কিন্তু একদম দ্বিধামুক্তভাবেই দিনটি কেটে যাবে। আজকের দিনটি প্রিয় মানুষকে চমকে দেয়ার দিন, সুতরাং প্রিয় মানুষটিকে উপহার দিয়ে দিনটিকে রঙিন করে তুলুন। অর্থ ব্যয় হবে, খোয়া যাবে, ছিনিয়ে নিবে- এমন ভয় পাওয়ার কিছু নেই কেননা আজকে অর্থযোগের পরিমাণই শূন্য। সৃজনশীল কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): দিনের শুরুটা আপাতদৃষ্টিতে অশুভ মনে হলেও দিনের শেষক্ষণটি অতিমাত্রায় শুভ। গবেষণাধর্মী কাজে যুক্ত হতে পারেন। অনুভূতির ভিন্নতা থাকবে দিনের প্রতিটি মুহূর্তে, তবে কর্মক্ষেত্রে কাজের কোনো ভিন্নতা লক্ষণীয় নয়। নিজেকে আজ একটি কেন্দ্রবিন্দুতে স্থির করুন, ভালোবাসা সম্পর্কিত জটিলটা নিয়ে সমাধান আজই পেয়ে যাবেন। অর্থপ্রাপ্তির বিষয়টা কিন্তু আজ আপনাকে মনের দিক থেকে খুশিতেই রাখবে। বাসায় আত্মীয় আসার সম্ভাবনা প্রবল।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে যেতে পারেন বিশেষ কোনো কাজে। শুধু তাই না- আপনাকেই পালন করতে হতে পারে প্রধান ভূমিকা। আজ প্রেম বাঁচাতে যুদ্ধে নামতে হতে পারে। প্রতিপক্ষ ভালোবাসার মানুষটি নয়, অন্য কোনো তৃতীয় পক্ষ। ইলেক্ট্রনিক্স জিনিসের ওপর খুব বেশি ভরসা না করলেই আজ ভালো করবেন- কর্মক্ষেত্রে। যন্ত্রনির্ভরতা খুব গুরুত্বপূর্ণ সময়ে মানুষকে ডোবায়। অর্থ আয়ের অনেক সুযোগ আসতে পারে ঝাঁকে ঝাঁকে- মাছের মতো। তবে আপনার আচরণ যদি হয়- ধরি মাছ, না ছুঁই পানি- তাহলে গ্রহের কী দায় পড়েছে বলুন?  

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আজ পরিকল্পনায় রঙ মাখানোর শেষ দিন- কী কী করবেন দ্রুত ঠিক করে নিন। কালই নেমে পড়তে হবে ঘোরতর কর্মযজ্ঞে। আজ আপনার আকর্ষণীয় ক্ষমতার মুকুটে নতুন পালক যুক্ত করতে পারে গুছিয়ে কথা বলার ক্ষমতা। অনেকেই ঢলে পড়বে পেছনে পেছনে- ফিরে তাকালে ফাঁদে পড়ে যাবেন। কবিগুরু বলেছেন- প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কর্মক্ষেত্রে অর্থযোগ আছে। অর্থযোগের পথে আছে নতুন কর্মযোগ।     
 
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): শক্ত দু'কথা শুনিয়ে দেয়ার সময় এসে গেছে ধনু। হাল ধরুন পারিবারিক সমস্যাটির- আপনার উপস্থিত বুদ্ধি অনেকের চেয়ে অনেক ভালোভাবে সমাধান করতে পারবে ওটা। যার সঙ্গে স্রেফ প্রেম করছেন তাকে নিয়ে আরেক ধাপ ইতিবাচক দিকে এগোনোর কথা ভাবতে পারেন আজ। কর্মক্ষেত্রে অনেকেই আপনার সহায়তায় আজ বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু নিজের সময়ে একা হয়ে পড়তে পারেন।  অর্থযোগ শুভ।   

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): ভেতরের আগুনটা ভেতরকেই পোড়াচ্ছে কেবল, তাকে বাইরে এনে সব ছাই করে দিন। ছাই থেকে ফিনিক্স পাখি বেরুবে আজ- এটা নিশ্চিত। আজ অযথা বাগাড়ম্বর বিপদে ফেলতে পারে আপনাকে- যার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন প্রতিনিয়ত, তার কাছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের চোটপাটের বিপরীতে নীরবতা পালন করাই হবে বুদ্ধিমানের কাজ- যদি সেখানেই কাজ করে যেতে চান। আর যদি তা না চান তবে ভিন্ন পথ অবলম্বন করে যার যা প্রাপ্য তা মিটিয়ে দিন। অর্থবিয়োগ অনিবার্য।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আজ আপনার হাতে অনেক ক্ষমতা চলে আসতে পারে, তবে ক্ষমতার দম্ভে যদি মাটিতে না পড়ে পা, তবে তা হারাবেন অচিরেই। পৃথিবীটা এ নিয়মেই চলে কিনা! ভালোবাসার মানুষটির সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও অনেক দুর্ব্যবহার করে ফেলতে পারেন আজ। অথবা পেতেও পারেন ঠিক এমনই আচরণ। কাজের ক্ষেত্রে আপন পন্থা অবলম্বন করুন, অন্যের বাতলে দেয়া পদ্ধতি আপনার সহজাত কর্মক্ষমতাকে হত্যা করতে পারে দিনে-দুপুরে। অর্থযোগ শুভ।    

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজ আপনার আদর্শকে সামনে রেখে এগিয়ে চলুন। আদর্শ বলতে অবশ্যই ইতিবাচক দিকগুলো। গোলাপী রঙকে শুভ জানুন- আপনি নারী হোন কি পুরুষ। আজ গ্রহের অবস্থান আপনাকে অনেকের সামনে দাঁড় করিয়ে দেবে যারা আপনার ‘হলেও হতে পারেন’ ভালোবাসার মানুষ। বড় কাজ শুরু করার আগে নিজের প্রভাব খাটানোর ক্ষেত্রগুলোতে আরও পারদর্শিতা আনতে হবে আপনার- নয়তো ফাঁপর দালালি করেই কৃতিত্ব সব নিয়ে নিতে পারে সহকর্মী দুর্মুখুদের কেউ। পারিবারিক কারণে মোটা অংকের অর্থব্যয় ঘটতে পারে।

Share this post

error: Content is protected !!