DMCA.com Protection Status
title=""

হিমালয় শৃঙ্গ ইজারা দেবে নেপাল সরকার

image_81405_0নেপাল সরকার হিমালয় পর্বতের কিছু শৃঙ্গ ইজারা দেয়ার কথা ভাবছে। পরিকল্পনাটি চূড়ান্ত হলে বেসরকারি পর্যটন কোম্পানিগুলো পর্বতশৃঙ্গ ইজারা নিতে পারবে।

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের ওপর পর্যটকদের চাপ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
 
জানা যায়, নেপাল সরকারের ধারণা এ পরিকল্পনা বাস্তবায়িত হলে হিমালয়ের অন্যান্য শৃঙ্গের প্রতিও পর্বতারোহীদের আকর্ষণ বাড়বে এবং এ খাত থেকে সরকারের আয়ও হবে আগের চেয়ে বেশি।
 
হিমালয়ে মোট ৩২৬টি শৃঙ্গ রয়েছে। এ বিষয়ে নেপালের পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহন কৃষ্ণা সাপকোটা বলেছেন, দেশি-বিদেশি সব কোম্পানিই পর্বতশৃঙ্গ ইজারা নিতে পারবে।
 
এর আগে নেপাল সরকার ঘোষণা করেছে, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে উঠলেই ফেরার সময় সঙ্গে করে অন্তত আট কেজি বর্জ্য আনতে হবে। পবর্তশৃঙ্গের বর্জ্য পরিস্কারের লক্ষ্যে এ নির্দেশ জারি করা হয়েছে।
 
উল্লেখ্য, নেপালের জাতীয় আয়ের একটি বড় উৎস হচ্ছে হিমালয়। প্রতি বছর এই পর্বত আরোহনের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে বহু সংখ্যক পর্বতারোহী সেখানে যান। বিশেষকরে এপ্রিল ও মে মাসে এভারেস্টে সর্বোচ্চ সংখ্যক পর্বতারোহীর সমাগম হয়।
 

Share this post

scroll to top
error: Content is protected !!