সম্প্রতি বহিষ্কৃত সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নূরুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাদের এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত মঙ্গলবার এই দুইজনকে বহিষ্কার করা হয়। গত বুধবার রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থনের দাবিতে শতাধিক নেতাকর্মী খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে।
এদিকে দলীয় বিশ্বস্থ সূত্রে জানা গেছে যে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আতাউর রহমান(লাল হাজী)এবং সাবেক সাধারন সম্পাদক ইয়াকুব আলী সহ বহিষ্কৃত অন্যান্য নেতাদের বহিষ্কার আদেশও প্রত্যাহারের সিদ্ধান্ত চুড়ান্ত প্রায়।এব্যাপারে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষন কল্পে আজ আজ মৌলভীবাজার যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম খালেদা রব্বানী।যে কোন মূল্যে দলের শৃংখলা ও ঐক্য বজায় রাখতে দলীয় চেয়ার পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ জেলা নেতৃবৃন্দের কাছে পৌছে দেবেন বেগম রব্বানী এবং তার প্রাপ্ত প্রতিবেদনের আলোকে বহিষ্কৃতদের দলে ফেরানোর সিদ্ধান্ত নেবেন দলীয় চেয়ারপারসন,সূত্র মারফৎ তা নিশ্চিত হয়েছে দৈনিক প্রথম বাংলাদেশ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় বলে দলীয় সত্রে জানা যায়। উল্লেখ্য, শাহ জামাল নুরুল হুদা সিলেট সদর উপজেলা ও আলী আহমদ দক্ষিণ সুরমায় উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।