শাহবাগ ও রমনা থানার পৃথক চার মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির তিন নেতা। এসব মামলায় হাইকোর্টের দেয়া আগাম জামিন আপিল বিভাগে বাতিল হওয়ায় তারা আত্মসমর্পণ করছেন বলে জানা গেছে।
রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে তারা আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করতে আসা অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
মামলা চারটির মধ্যে রমনা থানার দুটি হলো হত্যা মামলা। শাহবাগ থানার মামলা দুটি হলো- গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্য কাজে বাধা।
গত ৯ মার্চ হাইকোর্টের দেয়া আগাম জামিন আদেশ বাতিল করে দেন আপিল বিভাগ। পাশাপাশি এ আদেশের বিষয়ে কিছু পর্যবেক্ষণ দেয়া হয়েছে। তবে, পর্যবেক্ষণে কী বলা হয়েছে তা জানা যায়নি।
ওইদিন তাদের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ তাদের জামিন বাতিল করেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে গত ৩ জানুয়ারি শাহবাগ থানায় পেট্রোল বোমা হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির আসামি ছিলেন। তারা হাইকোর্ট থেকে আগাম জামিন পান। এ জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করে। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানি শেষে এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আপিল বিভাগ শুনানি শেষে আজ রোববার এ আদেশ দেন।