DMCA.com Protection Status
title=""

নারীর চেয়ে পুরুষ বেশি সুখী!

image_82195_0নারীরা সুখী নাকি পুরুষেরা সুখী এ নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই, একই সঙ্গে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই।

 
নতুন এক গবেষণায় দেখা যায়, নারীর চাইতে পুরুষেরা সুখী। ২০০০ নারী ও পুরুষকে নিয়ে এ গবেষণা করা হয়। শারীরিক সুস্থতা, চেহারা, আকৃতি ও ওজন নিয়ে এ গবেষণা করা হয়, তাতে দেখা যায় নারীদের চাইতে পুরুষেরা এসব বিষয়ে বেশি সন্তুষ্ট।
 
নিজের সৌন্দর্য নিয়ে  ৪৯ শতাংশেরও কম নারী সন্তুষ্ট, অধিকাংশ নারী এসব ব্যাপারে খুবই উদ্বিগ্ন থাকে। গবেষণায় আরো দেখা যায় সপ্তাহে একদিন নারীরা এ নিয়ে দুশ্চিন্তায় কাটান।
 
নিজের সৌন্দরর্য নিয়ে ৬০ শতাংশ পুরুষ সন্তুষ্ট প্রকাশ করে। এমনকি নারীর তুলনায় তারা কম দুশ্চিন্তা করেন। পুরুষেরা মাসে মাত্র একদিন এ নিয়ে চিন্তা করেন।
 
শারিরীক অসুস্থতায় পুরুষের তুলনায় নারীরা বেশি ভোগেন। মাসে একবার কিংবা তারচেয়ে বেশি সময় নারীরা মাথাব্যথা কিংবা অন্যান্য অসুখে ভোগেন কিন্তু এক্ষেত্রে পুরুষেরা মাসে একবার কিংবা তারচেয়ে কম সময় শারীরিক অসুস্থতায় ভোগেন।

Share this post

error: Content is protected !!