আফগানিস্তানকে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বনিম্ন স্কোর ৭২ রানে গুড়িয়ে দেয়ার পর ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মাত্র ১২ ওভারেই ৭৮ রান তুলে নেয় টাইগাররা।
গতকাল রোববার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৭২ রানে অল আউট হয়ে যায় আফগানরা। সস্নো উইকেটে ৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়েন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল আর আনামুল হক বিজয়। তবে শেষ পর্যন্ত দুই ওপেনারের দৃঢ় সূচনায় জয় পেতে তেমন কোনো বেগ পেতে হয়নি। দলীয় ৪৫ রানে তামিম ইকবালকে (২১) লেগবিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান সামিউল্লাহ শেনোয়ারি। কিন্তু খুনে মেজাজে খেলতে থাকা বিজয় ১২তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সাকিব আল হাসানকে সঙ্গী করে জয় নিয়ে মাঠ ছাড়েন। জয়ের জন্য ৭৩ রানের দরকার থাকলেও ৪৮ বল আর ৯ উইকেট হাতে রেখেই ৭৮ রান তুলে নেয় টাইগাররা।
বিজয় ৩ ছক্কা আর ৪ চারে ৩৩ বলে ৪৪ রান তুলে অপরাজিত থাকেন। আর ১ চারে ১২ বলে ১০ রান করেন সাকিব। এর আগে টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৭২ রানের অল আউটের লজ্জা দেয় টাইগররা। এর আগে টি-টোয়েন্টিতে ২০০৭ সালে নিউজিল্যান্ডের কাছে কেনিয়ার সর্বনিম্ন সংগ্রহটি ছিল ৭৩ রানের।
বল হাতে ৩.১ ওভারে কেবল ৮ রান খরচে ৩ উইকেট তুলে নেয়া এবং ব্যাট হাতে ১০ রান করে ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। এশিয়া কাপে নবাগত আফগানিস্তানের কাছে বাংলাদেশ ৩২ রানে হেরেছিল। আর সেই হারের প্রতিশোধ নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুখিয়ে ছিল টাইগাররা। শেষ পর্যন্ত আফগানদের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোরের লজ্জা দিয়ে প্রতিশোধ নিল স্বাগতিকরা।