২৬ মার্চ থেকে রাজধানীতে ট্রাফিক সিগন্যাল কার্যকর ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে রাজধানী থেকে ফিটনেসবিহীন রঙ চটা যানবাহন ডাম্পিং করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। গতকাল রোববার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
যোগাযোগমন্ত্রী জানান, অবৈধ দখল উচ্ছেদের জন্য দু'টি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি সিগন্যাল কার্যকর ও ড্রেন পর্যন্ত রাস্তা দখলমুক্ত করবে। অপর কমিটি ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করবে। বিআরটিএ চেয়ারম্যানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি বৈঠক করে ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। আমরা ২৬ মার্চ থেকে অভিযান শুরু করতে যাচ্ছি।
যোগাযোগমন্ত্রী আরো জানান, পহেলা বৈশাখে রাজধানী ঢাকার রাস্তায় ৬০টি পেট্রোল চালিত নতুন ট্যাঙ্কি্যাব নামানো হবে। পর্যায়ক্রমে ৫০০টি ট্যাঙ্কি্যাব নামানো হবে। এর মধ্যে ২৫০টি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাকি ২৫০টি তমা পরিবহন পরিচালনা করবে। এগুলো ঢাকা এবং চট্টগ্রাম সিটিতে নামানো হবে।
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।