DMCA.com Protection Status
title=""

বুধবারের রাশিফল

RASHIমেষ (মার্চ ২১-এপ্রিল ১৯): গচ্ছিত অর্থ আজ লাভজনক কোনো খাতে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। আপনার ওপর আজ সবাই ভরসার দৃষ্টি নিয়ে তাকাবে। গ্রহের সুষম অবস্থার জন্য আজ শারীরিক দিক দিয়ে সুস্থ থাকবেন। পরিচিত মানুষজনদের বাহবা পাবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। আজকের দিনটি প্রতিদিনের মতোই চলে যাবে তা কিন্তু নয়, আশ্চর্য হয়ে যাওয়ার মতো কিছু ঘটনা ঘটবে। দূরের যাত্রা শুভ।
 
বৃষ (এপ্রিল ২০- মে ২০): নিজেকে প্রস্তুত রাখুন। আজকের দিনটিতে এমন কিছু হতে যাচ্ছে যার জন্য আপনি নিজেকে কখনো প্রস্তুত মনে করেননি। অবিশ্বাস্য ভাবে আজ প্রতিটি অশুভ ঘটনা থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন। শরীর স্বাস্থ্যে প্রশান্তি আসবে তবে মনের অস্থিরতা কিছুটা বাড়বে। প্রিয় মানুষটার সঙ্গে অহেতুক বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। নানাদিক থেকে অর্থের আগমন ঘটতে পারে। ভ্রমণে কিঞ্চিৎ দুর্ভোগ সম্ভাব্য।
 
মিথুন (মে ২১- জুন ২০): আপনি যাকে বিশ্বাস করছেন না আজ হয়তো তার কাছ থেকেই গুরুত্বপূর্ণ কোনো কাজে সহযোগিতা পেয়ে যাবেন। পারিবারিক কলহে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আজ আপনার সুনাম ছড়িয়ে পড়বে। এই রাশির জাতক যাদের এখনো কোনো কর্মক্ষেত্র তৈরি হয়নি তাদের আজ সুখবর হাত বাড়িয়ে ডাকবে। দূরের পথ ভ্রমণে সঙ্গে কাউকে নিন, একা যাত্রা অশুভ। আজ আর্থিক দিক দিয়ে সুবিধাভোগীর দলেই থাকবেন। 
 
কর্কট (জুন ২১- জুলাই ২২): মনটি আজ উদারতায় ভরে উঠবে। শিল্পসাহিত্যমনা কারো সঙ্গে আজ দেখা হয়ে যেতে পারে, যার সুবাদে মনে আসবে জ্ঞানের প্রশান্তি। যুক্তি তর্কে আজ নিজের মত প্রতিষ্ঠা করতে পারবেন না। খামখেয়ালীপনার জন্য কর্মক্ষেত্রে সামান্য অসুবিধার সৃষ্টি হবে। প্রিয় মানুষের সঙ্গে বোঝাপড়া পোক্ত হবে। নতুন করে পুরনো ভুল মনে পড়ে যাবে। দূরবর্তী কোনো ‘স্থান’ আপনাকে ডাকছে বলে মনে হবে, তাই তার ডাকে সাড়া দিন অর্থাৎ ভ্রমণ শুভ।
 
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২): আজ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ঝামেলা হতে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। সম্পূর্ণ অপরিচিত কারো সঙ্গে আজ দেখা হয়ে যাবে এবং তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কে আবদ্ধ হয়ে যেতে পারেন। মনের মধ্যে যে সিদ্ধান্তটি ঝুলছে অর্থাৎ দোদুল্যমান তাকে আরও একটু নিবিড়ভাবে ভাবুন, সময় দিন, আজই হুট করে সিদ্ধান্তটি পাকা করে ফেলবেন না। তাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ভালোবাসার মানুষটি আজ কষ্ট দিতে পারে। দিনের শেষ ভাগে হাতে অর্থ আসবে।
 
কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২): দিনটি কিছু বিশেষ দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। পারিবারিক কলহ মিটে যাবে। কর্মক্ষেত্রে আজ উঠবে রূপালি সূর্য অর্থাৎ সাফল্যের সোনালী ক্ষণে যাওয়ার পূর্ব অবস্থা। প্রেম ভালোবাসাজনিত বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থ বিয়োগ অনিবার্য। ভ্রমণে তৃপ্তি আসবে না। সব মিলিয়ে দিনটি মন্দাভাবেই যাবে।
 
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): নতুন এক ব্যবসার সুযোগ আসবে আপনার হাতে, যেটাতে পরবর্তীতে আপনি স্থায়ীভাবে জড়িয়ে যেতে পারেন। আজ অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যাবে এমন কারও সঙ্গে যার কাছে আপনার অনেক অবস্তুগত প্রাপ্তি জমা পড়ে আছে। আপনার জীবন দর্শনে গভীর ছাপ রাখতে সক্ষম ব্যক্তিত্বটির জন্যে অপেক্ষায় থাকুন। আপনার চারপাশে ভিড় বাড়ছে কর্মক্ষেত্রে, আপনাকে আদর্শ মানতে যাচ্ছে তারা। অনুকরণের জন্যে তাদের ভালো কিছু দিন। নতুন সম্পর্ক তৈরি হতে পারে যার বদৌলতে আসতে পারে ধনদৌলত। 
 
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): আজ শারীরিক শক্তি বজায় থাকবে শিশুর মতো- শিশুকে যেমন দড়িতে ঝুলে বা হুটোপুটি করে সে ক্যালরি ঝরিয়ে ফেলতে হয়, নয়ত সে শান্তি পায় না- তেমন করতে হবে আপনাকেও। ভালোবাসার জগত সবসময়ই চমকে ভরপুর। আজ নতুন চমক অপেক্ষা করে আছে ভালোবাসার মানুষের নতুন অর্জিত কোনো আচরণের মধ্যে। আর ভ্রমণ শুভ, ঘুরে আসতে পারেন দূরে কোথাও। সাধারণত সাফল্যের কোনো শর্টকাট নেই- কিন্তু মাঝেমাঝে কিছু পাওয়ার প্লে আসতে পারে যা ঠিক সময়ে ঠিক জায়গায় থাকার ফল। অর্থযোগ শুভ।   
 
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): যে ক্ষমতা আপনার নেই বলে নিত্য দুঃখ করেছেন, হঠাৎ সেই ক্ষমতা হাতে আসার পর আজ চমকিত ভাব কাটাতেও কিছু সময় চলে যাবে- আর ততক্ষণে হারিয়ে ফেলতে পারেন কোনো অসাধ্য সাধনের দুর্লভ সুযোগ। আজ প্রেমের সম্পর্ক নতুন দিকে মোড় নেবে- ইতিবাচক কি নেতিবাচক তা বলা যাচ্ছে না। তবে পুরনো কোনো প্রবচন কাজে লেগে যেতে পারে। কর্মক্ষেত্রে ক্লান্ত হয়ে যাওয়ার মতো কাজের চাপ অপেক্ষা করে আছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে নিজের পরিকল্পনামতো কাজ করুন- অর্থ মিলবে।      
 
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): দীর্ঘমেয়াদী যে পরিকল্পনার বৃক্ষ আপনাকে এতোদিন শুধু পাতা নেড়ে ডেকেছে- আজ পাবেন তার শেকড়ের সন্ধান। আর গাছের ওপর যে বানরটা বসে থাকবে সে আপনাকে বলে দেবে ডালপালার খবরও। আরও ধরিয়ে দিতে পারে- কারা চলে ডালে ডালে আর কারা পাতায় পাতায়- তার লিস্টি। আজ ভালোবাসার মানুষটির মান ভাঙাতে যত্ন প্রয়োগ করুন- তাড়াহুড়ো করে পুরো দিনকে মাটি করবেন না, ধীরে বন্ধু ধীরে। কর্মক্ষেত্রে বিশেষ কোনো কাজ- যা আপনাকে করতে বলা হচ্ছে অথচ আপনি অনীহা দেখাচ্ছেন- সে আচরণটা চালিয়ে যেতে পারেন। প্রয়োজন। অর্থানুকূল্য পেতে পারেন অভিভাবক শ্রেণীর কারও কাছ থেকে।        
 
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): আজ ক্যারিয়ার নিয়ে ভাবনা তুঙ্গে উঠবে। বড় ধরনের এমন কোনো সুযোগ চলে আসতে পারে যার জন্য গতকালও আপনি প্রস্তুত ছিলেন না। ভালোবাসা তৈরি ও বিলানোর ক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট। আজ নিজের প্রতিভার সদ্ব্যবহার করতে পারেন নতুন কারও ওপর- যদি কাউকে প্রেমের ফাঁদে আটকাতে চান, একান্তই। কর্মক্ষেত্রের পরিসর বাড়ানোর জন্য সৃষ্টিশীলতা আরও বাড়াতে হবে। উত্তরাধিকার সূত্রে নতুন কোনো সম্পত্তি বর্তাবে আপনার ওপর, অথবা পুরনো ঋণ শোধ করতে পারেন কোনো বন্ধুজন।    
 
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): আজ দূরযাত্রার যোগ আছে। ব্যবসা কিংবা পারিবারিক কোনো কাজে যেতে হবে দূরের শহরে। নতুন কোথাও আপনার উপস্থিতি প্রেমময় আলো ছড়াতে থাকবে। আর পুরনো প্রেম আরও পরিণত নতুন কোনো বাঁকে মোড় নিতে পারে, হাওয়া অনুকূল। যদি সহকর্মী বেছে নেয়ার সুযোগ থাকে তো আজ নিবেদিতপ্রাণ, ধৈর্যশীলদের সাথী করুন- কঠিন সময়। মানুষের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে এক ধরনের অর্থাগমের সম্ভাবনা দেখা যাচ্ছে।  
 

Share this post

scroll to top
error: Content is protected !!