DMCA.com Protection Status
title="৭

আইনজীবীদের বক্তব্য না শুনেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনঃ আদালত পাড়া সরগরম, ব্যাপক ক্ষোভ প্রকাশ

জিimage_82483_0য়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। ২১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

বুধবার আসামিপক্ষের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দেয়ার পর এজলাসে দুদফা চার্জ গঠনের চেষ্টা করে হট্টগোলের কারণে ব্যর্থ হয়ে পরে খাসকামরায় বসে এ চার্জ গঠন করেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

পরে বিচারক তার পেশকারদের মাধ্যমে তা খালেদার আইনজীবীদের জানিয়ে দেন।

চার্জ গঠনের কথা জেনে বিএনপিপন্থি আইনজীবীরা আবারো হট্টগোল শুরু করেন। তারা বলেন, প্রথা অনুযায়ী চার্জ গঠনের আগে বিচারক আসামি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চার্জ গঠন করা এবং না করার বিষয়ে বক্তব্য তুলে ধরতে বলবেন। এরপর তিনি উভয়পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী হয় চার্জ গঠন করবেন নয়তো আসামিকে অব্যাহতি দেবেন। কিন্তু বিচারক আমাদের কোনো বক্তব্য না শুনেই এবং আসামি দোষী না নির্দোষ- এ বিষেয়ে কোনো প্রশ্ন না করেই কীভাবে চার্জ গঠন করলেন তা বুঝতে পারছি না।  

এদিকে সকালে সময় বাড়ানোর আবেদন নাকচ করে দেয়ার পর থেকেই আদালতে হট্টগোল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। 

Share this post

scroll to top
error: Content is protected !!