ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘২০১৯ সালের আগে জাতীয় নির্বাচন নয়। তখনও খালেদা জিয়া নির্বাচন বর্জন করবে। আর আমরা ক্ষমতায় যাব।’
মন্ত্রী বলেন, ‘খালেদার স্বপ্ন যুদ্ধাপরাধীদের রক্ষা করা। নির্বাচনে অংশগ্রহণ করা নয়। তাই তিনি হঠাৎ করে তিনি উপজেলা নির্বাচনে ব্যস্ত হয়ে পড়েছেন।’
বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘২৬শে মার্চ স্বাধীনতা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘তিনি (খালেদা জিয়া) গত নির্বাচনের আগে বোমা মেরেছেন, হেফাজতকে এনেছেন। সব শেষে ঢাকাবাসীকে ডাক দিয়েছেন। কিন্তু তার ডাকে জনগণ সাড়া দেয়নি। তাই আওয়ামী লীগের তিনি কোন কিছুই করতে পারবেন না।’
মায়া আরো বলেন, ‘আগামী ২৬ মার্চ লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে সারা দেশকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোন দল নেই।’
সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কায়সারের সভাপত্তিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।