DMCA.com Protection Status
title="৭

চট্টগ্রাম বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীর হাঁটা দেখে সন্দেহ : উদ্ধার ৩০টি সোনার বার

imagesCtg APচট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দেড় কোটি টাকার ৩০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বেলা পৌনে ১১টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ০৪৮) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

এরপর বিমানের পরিচ্ছন্নতাকর্মীরা উড়োজাহাজ পরিষ্কার করে ফিরছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধির জন্য দুই পরিচ্ছন্নতাকর্মী জীবন কুমার ও শুকলালকে ডাক দেন কর্মকর্তারা। তারা ভিন্নপথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম দাবি করেন, দুইজনের হাঁটার ধরন অস্বাভাবিক মনে হয়েছিল। এ কারণে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা অস্বীকার করেন, পরে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় শুকলালের কাছে ৩টি প্যাকেটে ৩০টি সোনার বার পাওয়া যায়।

 

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম বলেন, সোনার বার উদ্ধার করার পর শুল্ক বিভাগের কাছে সেগুলো হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের সহকারী কমিশনার পারভেজ আল জামান জানান, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন প্রায় সাড়ে ৩ কেজি; যার মূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় আটক দুই পরিচ্ছন্নতাকর্মী জীবন

Share this post

scroll to top
error: Content is protected !!