DMCA.com Protection Status
title=""

৫ বছরের আগে জাতীয় নির্বাচনের প্রশ্নই আসে নাঃ স্বাস্থ্য মন্ত্রী নাসিম

image_82681_0আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী পাঁচ বছরের আগে কোন জাতীয় নির্বাচন হবে না। হওয়ার প্রশ্নই আসে না।’



তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কর্মী ও মন্ত্রী হিসেবে বলছি, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না।’



বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘২৬শে মার্চ স্বাধীনতা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এদের কথা ও বিএনপি জামায়াতের কথার মধ্যে কোন পার্থক্য নেই। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত শুরু করেছে। আমাদের কোন বিজয়ের উল্লাস নেই। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ আসছে।’



সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কায়সারের সভাপতিত্ত্বে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।

Share this post

error: Content is protected !!