DMCA.com Protection Status
title=""

নির্বাচন কমিশন সম্পূর্ন স্বাধীনঃ বিপুল উৎসাহে ভোট হয়েছে

image_83091_0উপজেলা নির্বাচনে অব্যাহতভাবে সহিংসতা বৃদ্ধির পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। দেশের মানুষ বিভিন্ন নির্বাচনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।’

রোববার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শাহাবুদ্দিন ইয়াকুব কুরায়েশির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাংবিধানিক ধারাবাহিকতা অনুসারে অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন। আওয়ামী লীগ ছাড়া অতীতের কোনো সরকার এভাবে নির্বাচন কমিশন গঠন করেনি। তারা নিজেদের পছন্দের কমিশন গঠন করতো।’

ভারতের সাবেক সিইসি এ সাক্ষাতে তার মেয়াদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় রাষ্ট্রদূত-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার নির্বাচনের চতুর্থ দফায় সারা দেশে রেকর্ড সহিংসতা ঘটেছে। ব্যালট বাক্স ছিনতাই, জালভোট, কেন্দ্র দখল, হামলা, সংঘর্ষ ইত্যাদি অনিয়মের মধ্য দিয়ে রোববার শেষ হলো চতুর্থ দফা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। সারা দিন সহিংসতায় নিহত হয়েছে চার জন। এ সহিংসতা তিন ধাপের রেকর্ড ছাড়িয়ে গেছে।

Share this post

scroll to top
error: Content is protected !!