২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বিশ্ব মাতিয়েছিলেন শাকিরা। 'ওয়াকা ওয়াকা' গানটি তখন প্রায় পুরো বিশ্বের সকলেরই মুখে মুখে ছিল। সে সময়ই জেনিফার লোপেহ-পিটবুলরা ব্রাজিল বিশ্বকাপের প্রথম থিম সং প্রকাশ করেছিলেন। জেনিফার-পিটবুলের 'ইউ আর ওয়ান' গানটি জনপ্রিয়তা পেলেও শাকিরার 'ওয়াকা ওয়াকা'র কাছে হার মেনেছিল গানটি। আর তাই আবারও থিম সংয়ে ফিরলেন শাকিরা। এবারের ব্রাজিল বিশ্বকাপ থিম সংয়ের নাম 'লা লা লা'। এই গানটি শাকিরা নিজেই লিখেছেন, গানের একটি ভিডিওতে দেখা যাবে শাকিরার ছেলেকেও। শাকিরার এই গানটি তার নতুন অ্যালবাম 'ক্যান্নট রিমেম্বার টু ফরগেট ইউ'-এর। দীর্ঘ প্রায় ৫ বছর পর এটিই শাকিরার কামব্যাক অ্যালবাম হতে চলেছে।
উল্লেখ্য, একটি 'ওয়াকা ওয়াকা' গান হলেই যে কারও সারাজীবনের পুঁজি হয়ে যায়। সেখানে শাকিরা দীর্ঘ প্রায় দেড় দশক ধরে একের পর এক হিট গান দিয়ে যাচ্ছেন। 'ওয়াকা ওয়াকা' গানটি ছিল তার 'লোকা' অ্যালবামের। এই অ্যালবামের প্রায় সবকটি গানই ভূয়সী প্রশংসা অর্জন করে। তবে গত প্রায় ৩ বছর ধরে শাকিরা মিডিয়াতে অনেকটাই চুপচাপ ছিলেন। তেমন কোনো কাজই করেননি। বিয়ে এবং মা হওয়াই ছিল এর মূল কারণ। তবে এ বছরের শুরুতে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি।