মালদ্বীপের ক্ষমতাসীন জোট পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের দল প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম) জোট গড়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে। দেশটির সরকারি সূত্র গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। সিনহুয়া।
এর আগে জানানো হয়, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে পিপিএম ৮৫টি আসনের মধ্যে ৩৪টিতে এগিয়ে রয়েছে। দলটির অপর মিত্র দল জুমহরি পার্টি ১৫টি আসনে জয় পেয়েছে। রোববার হাভের পত্রিকায় বলা হয়, দেশটির প্রধান বিরোধী দল সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ২৪টি আসনে জিতেছে। তাদের মিত্র দলের ফলাফলও আশাব্যঞ্জক নয়। রোববার চূড়ান্ত ফলে বলা হয়, ক্ষমতাসীন জোট নির্বাচনে জয়ী হয়েছে। যদিও সরকারিভাবে কোনো ঘোষণা শেষ পর্যন্ত আসেনি। নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তা ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি মালদ্বীপ। মালদ্বীপের পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৮৫। এতে ৩০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।