সৌদি আরবের তায়েফে ৫০ হাজার রিয়ালসহ এক ভিক্ষুককে আটক করা হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় ১০ লাখ টাকা। ৪৫ বছর বয়সী ভিক্ষুকটি ইয়েমেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ভিক্ষাবৃত্তি বিরোধী কমিটির এক কর্মকর্তার কাছে ধরা পড়েন তিনি। এসময় এক নারীর কাছে ভিক্ষা চাইছিলেন ভিক্ষুকটি।
সংবাদমাধ্যমগুলো জানায়, নোংরা পোশাক পরে ভিক্ষা করার সময় ভিক্ষাবৃত্তি বিরোধী কমিটির ওই কর্মকর্তা তার কাছে অনুমতিপত্র দেখতে চান। কিন্তু ভিক্ষুকটি তা দেখাতে ব্যর্থ হন।
এতে আটক করা হয় ভিক্ষুককে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়।