ঢাকায় কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন ইস্যু নিয়ে অবস্থান বদলায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সহিংসতামুক্ত নির্বাচনের উপায় বের করতে হবে রাজনৈতিক দলগুলোকে। দশম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী জনমত জরিপে ৭০ শতাংশ মানুষ আরেকটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে মত দিয়েছে। মঙ্গলবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কানাডা, মিসর, ফ্রান্স, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড ও ভিয়েতনামের কূটনীতিকরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
হিদার ক্রুডেন বলেন, আগামী নির্বাচন যাতে সহিংসতা ছাড়া হয় সেজন্য প্রধান রাজনৈতিক দলগুলোর সমাধানে আসা উচিত। এতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। রাজনৈতিক দলগুলো তা মেনে নিয়ে সংসদে অংশ নেবে। দ্রুত সংলাপের তাগিদ দিয়ে হিদার ক্রুডেন দাবি করেন, নির্বাচন-পরবর্তী জনমত জরিপে ৭০ শতাংশ মানুষ আরেকটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান পুনর্ব্যক্ত করে সংলাপের আহক্ষান জানান ফরাসি রাষ্ট্রদূত মিশেল ত্রাঁকিয়ে। বলেন, ভবিষ্যতে বাংলাদেশ যাতে নির্বিঘ্নে নির্বাচন আয়োজন করতে পারে সেজন্য সরকার ও বিরোধী জোটকে একটি সমাধান খুঁজে বের করতে হবে। সংবাদ সম্মেলনে মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজাত, মরক্কোর মিশন উপপ্রধান সাইদ কাশমি, কাতারের কূটনীতিক আবদুল্লাহ খলিফা এ এ আল ফাদালা, সুইজারল্যান্ড মিশনের উপপ্রধান ক্যারোলিনা ত্রয়েলার এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত নোয়েন কোয়ান থোক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির বর্জনের মধ্য দিয়ে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের একতরফা ও ভোটার বিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়।