DMCA.com Protection Status
title=""

সন্ত্রাসীদের একাত্তরের মতো প্রতিহত করেছে দেশবাসীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

image_83345বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা হরতাল অবরোধ করে গাড়িতে আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়ে মারে, রাস্তাঘাট কেটে ফেলে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় দেশবাসী একাত্তরের মতো তাদের প্রতিহত করেছে।’

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সে বিচার বন্ধ হয়ে যায়। একাত্তরে যারা স্বাধীনতার বিরোধীতা করেছে, যারা বাংলাদেশ চায়নি, এমনি কি বাংলাদেশের নাগরিকত্ব পর্যন্ত নেয়নি তাদের এদেশে ক্ষমতায় বসানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে।’

সেই স্বাধীনতা বিরোধী জামায়াত এবং তাদের প্রধান মিত্র বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশ চায়নি তারা ক্ষমতায় এলে দেশের কি উন্নয়ন হবে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যাতে নির্বিঘ্নভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেজন্য আমাদের সশস্ত্র বাহিনী এবং র‌্যাব-পুলিশ ও বিজিবি যথাযথভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ 

Share this post

scroll to top
error: Content is protected !!