DMCA.com Protection Status
title=""

এনএসআইয়ের নতুন ডিজি হলেন মেজর জেনারেল মোঃ সামছুল আলম

1395749697.জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)। অধিদপ্তরটির নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিলো সরকার। সেনাবাহিনীর মেজর জেনারেল মো. সামছুল আলমকে এ পদে নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে বলা হয়, এনএসআইয়ের দায়িত্বে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনজুর আহমেদের স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে সামছুল আলমকে। তাকে এনএসআইয়ের দায়িত্বে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। মেঃ জেনারেল সামছুল আলম গতবছরের ১৯ মে থেকে প্রেষণে সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০৯ সালের ১৬ মে মনজুর আহমেদকে এনএসআইয়ের দায়িত্ব দেয়ার পর দুই দফায় তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছিল।
 

Share this post

error: Content is protected !!