লড়াকু ও দুর্বিনীত সাহসী জাতি হিসেবে আমাদের কাছে এই দিনটি অনন্য সাধারণ ও স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য মন্ডিত। বছরের একটি মাত্র দিন হলেও জাতির মনে এক ভিন্নতর ভঙ্গী ও অনুভূতি শব্দায়মান হয়ে ওঠে। আলোকোজ্জ্বল এ দিনটি আমাদের সামগ্রিক জীবন ও ইতিহাসে এবং তার সত্তা ও স্বরূপকে পরিব্যক্ত ও পরিধৃত করে বিরাজ করছে বিস্ময়কর রূপে। ২০২১ সালে আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণ উৎসব পালনের আর মাত্র ৮ বছর বাকি। সেই আবেগ প্রতিটি প্রাণে বিরাজ করেছে অন্যরকম দ্যোতনায়। কারণ সেদিন এ দেশের নির্বিশেষে মানুষ স্বাধীনতা লাভের অদম্য বাসনা নিয়ে দখলদার পশ্চিম পাকিস্তানিদের সীমাহীন ও অব্যাহত শোষণ-বঞ্চনার বিরচদ্ধে সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিলেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন আজ।দেশের প্রতি অদ্যম্য ভালোবাসা আর জাতীয়তাবাদী চেতনায় উদ্ভুদ্ধ এ জাতিকে কেউ কখনও দাবিয়ে রাখতে পারেনি,পারবেও না কোনদিন।বাংলাদেশ জিন্দাবাদ।