বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। ২৬ মার্চের ঐ দিনের ঘোষণায় ইথারে দেশের ৭ কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছিলো। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা দিকহারা জাতিকে পথের দিশা দিয়েছিলো। দেশের তরুণদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে এবং অন্যদের তা জানাতে হবে।
যুক্তরাজ্য বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সির কনভেনশন হলে এ সভা শুরু হয়।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাবেক সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অধ্যাপক ড. কে এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সাবেক আহবায়ক এম এ মালেক, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম ও আহাদ নাসিম রেজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন টিপু প্রমুখ।
সভায় যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।