DMCA.com Protection Status
title=""

লাখো কণ্ঠে সোনার বাংলা’ ‘উপহার প্যাকেট’ নিয়ে বের হওয়ার হিড়িক!

image_83488_0জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইতে এসে উপহার প্যাকেট নিয়ে বের হয়ে যেতে শুরু করেছে কিছু জনতা।



যেসব জনতা ফিরে যাচ্ছেন তারা জানান, মূল পোগ্রাম শুরু হতে আরো অনেক সময় দেরি আছে। তাই দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছেন।



তবে আয়োজক কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করছেন অংশগ্রহণকারীরা নিদির্ষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে উচ্চস্বরে জাতীয় সঙ্গীত গাইতে হবে। সঙ্গীত গাওয়ার সময় নিদির্ষ্ট জায়গায় সবাই উপস্থিত না থাকলে তাদের গণনা করা হবে না।



এদিকে যারা গ্রাউন্ডের ভেতরে কেউ ঢুকলে গেট দিয়ে বের হতে দেয়ার নিয়ম না থাকলেও জনবল সঙ্কটে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা তাদের আটকাতে পারছে না বলে, জানিয়েছেন সদস্যরা।

Share this post

error: Content is protected !!