DMCA.com Protection Status
title="৭

একদলীয় পাতানো নির্বাচনের ফলঃ অর্থমন্ত্রী আবুল মালকে বিদ্রূপ করলেন পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল

financeministerlotus-kamalঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে বিদ্রূপ করলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রীর বয়স হয়েছে উনি ভুলভাল বলেন। তাই আমরা মাফ করে দিই।’ গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দ বিষয়ে গেল কয়েক মাস ধরে পরিকল্পনামন্ত্রী ও অর্থমন্ত্রীর মধ্যে টানাপড়েন চলে আসছে। বাস্তবায়ন সংস্থাগুলোর চাহিদা অনুসারে ৬০ হাজার ৫৮২ কোটি টাকা বরাদ্দ চান পরিকল্পনামন্ত্রী। অন্যদিকে রাজস্ব ঘাটতি ও বাস্তবায়ন সক্ষমতার ভিত্তিতে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে চান অর্থমন্ত্রী


গত সপ্তাহে পরিকল্পনামন্ত্রীকে দেওয়া এক চিঠিতে অর্থমন্ত্রী বাস্তবতা অনুধাবন করে সংশোধিত বাজেট চূড়ান্ত করার পরামর্শ দেন। এ সম্পর্কে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘উনি (অর্থমন্ত্রী) আমাকে বাস্তবতা অনুধাবন করতে বলেছেন। আমি তো উনার সহকর্মী, অধীনস্থ না।’ গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনামন্ত্রী অর্থমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘প্রতি বছর অর্থমন্ত্রী বিশাল বাজেট দেন। বাজেট পড়তে পড়তে শুয়ে পড়েন। কিন্তু বাজেট বাস্তবায়ন করতে পারেন না। অর্থমন্ত্রী বাজেটে শুধু প্রতিশ্রুতিই দেন। কিন্তু অধিকাংশই বাস্তবায়ন করতে পারেন না। যেটা করতে পারবেন না তা বলার দরকার কী।’ বাস্তবায়ন করতে না পারলে মানুষকে স্বপ্ন দেখানোর দরকার কী বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।


পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন বলেছিলেন। কিন্তু আজ পর্যন্ত মামলা করতে পেরেছেন? উনার পক্ষে মামলা করা সম্ভব না। কারণ উনি এখনও বিশ্বব্যাংকের পেনশন পান। বিশ্বব্যাংকের পেনশনে চলেন অর্থমন্ত্রী।’ মুস্তফা কামাল বলেন, ‘প্রতি বাজেটে পিপিপির (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) ২ হাজার, ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখেন। কিন্তু আজ পর্যন্ত মানুষ জানল না পিপিপি গরু না ছাগল। পিপিপির অফিস কোথায় তা-ই মানুষ জানে না। একবার তিনি (অর্থমন্ত্রী) বললেন জনগণের জন্য একটি সুখবর আছে। খবরটা হল যারা বিদেশে (প্রবাসী) থাকে তাদের ভোটার করা হবে। কিন্তু আজ পর্যন্ত তা সম্ভব হয়নি।


পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘অর্থমন্ত্রীর বয়স হয়েছে উনি ভুল-ভাল বলেন। তাই আমরা মাফ করে দিই।’
সংশোধিত এডিপিতে বরাদ্দ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “আমি উনাকে বুঝাতে পারছি না উনি কী করছেন।’’

 

Share this post

scroll to top
error: Content is protected !!