পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল না জেনেই তার ব্যাপারে অনেক অভদ্র ও অশালীন বক্তব্য দিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একই সঙ্গে কথা বলার ক্ষেত্রে মন্ত্রীদের শিষ্টাচার বজায় রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকরা পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুললে এ কথা বলেন অর্থমন্ত্রী।
গতকাল সোমবার পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল অর্থমন্ত্রীর সমালোচনা করে বলেছিলেন, প্রতিবছর তিনি বিশাল বাজেট দেন কিন্তু সেই বাজেট বাস্তবায়ন করতে পারেন না। তিনি বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেও এখনো করেননি কারণ সেখান থেকে তিনি নিয়মিত পেনশন পান।
এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পরিকল্পনামন্ত্রী ভুল তথ্যের ওপর ভিত্তি করে বক্তব্য দিয়ে ফেলেছেন। আই ডোন্ট গেট এনি পেনশন ফ্রম এনি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড।’
মুহিত আরো বলেন, ‘তিনি না বুঝেই অনেক বক্তব্য দিয়ে ফেলেছেন। আমাকে নিয়ে বলতে হলে তাকে আরো অনেক জানতে হবে। মন্ত্রীরা শুড মেইনটেন সাম লেভেল অব শিষ্টাচার, ইট ইজ অল মাই পয়েন্ট।’
উল্লেখ্য, চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনার (এডিপি) আকার নিয়ে দুই মাস ধরেই অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে মতবিরোধ চলছে। সোমবার দুপুরে পরিকল্পনা কমিশনের জনসংযোগ কর্মকর্তার কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লোটাস কামাল অর্থমন্ত্রীর বয়স, সামর্থ্য ও দক্ষতা নিয়ে রীতিমতো তুচ্ছতাচ্ছিল্য করেন। আমি তার সহকর্মী, অধীনস্থ নই- এমন কথাও বলেন তিনি।