DMCA.com Protection Status
title="৭

কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ

gov_logoকানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী বছর দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সুরক্ষা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। কানাডায় বাংলাদেশি পণ্যের রফতানি বাড়াতে মে মাসে টরন্টোতে একক বাণিজ্যমেলার আয়োজনের পরিকল্পনা করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

মূলত দেশটিতে বাংলাদেশের পণ্যের পরিচিতি ও আরও বেশি ক্রেতাকে বাংলাদেশি পণ্যে আকৃষ্ট করার জন্যই এ মেলার আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কানাডা সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। টরন্টোতে চলতি বছরের ২৭ ও ২৮ মে এই মেলা করতে চাইছে বাণিজ্য মন্ত্রণালয়।

এরই মধ্যে প্রাথমিকভাবে মেট্রো টরন্টো কনভেনশন সেন্টার ভাড়া নেয়া হয়েছে। তবে চূড়ান্ত তারিখ ও মেলা আয়োজনের স্থান ঠিক করা হবে কানাডা সরকারের সম্মতি সাপেক্ষে। বাংলাদেশের সঙ্গে কানাডার ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এমনকি দেশটি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সামুদ্রিক মাছ, প্লাস্টিক ও চামড়াজাত পণ্য আমদানি করে।

বছরে বাংলাদেশ থেকে ১০০ কোটি ডলারের পণ্য কেনে কানাডা। দেশটির বাজারে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে রফতানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধাও পেয়ে থাকে। এর বিপরীতে দেশটি বাংলাদেশে ক্যাবলস, সবজি, জৈলবীজ, লোহা ও ইস্পাত রফতানি করে। বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, কানাডায় একক বাণিজ্যমেলা করার বিষয়ে গত বছরের জুলাই মাসে আলোচনা হয়।

এরপর আগ্রহ জানতে কানাডার হাইকমিশনের মাধ্যমে দেশটির সরকারের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, স্বল্পোন্নত দেশ থেকে কানাডার বস্ত্র খাতে মোট আমদানির ৭৫ শতাংশ যায় বাংলাদেশ থেকে। প্রতিবছরই এই হার বাড়ছে। তাছাড়া চামড়াজাত পণ্যের রফতানি হারও বাড়ছে। 

Share this post

scroll to top
error: Content is protected !!